আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

মোবাইলের ব্লুটুথে মাগরিবের আজান চালিয়ে দিয়ে ইফতার করতে চাওয়া

প্রশ্নঃ ৯৪৯১৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরত আমি একজন ইমাম ও মুয়াজ্জিন। আমার প্রশ্ন হলো যেহেতু এখন রমজান মাস মাগরিবের সময় আজান দিয়ে ইফতার শেষ করতে একটু দেরি হয় যায় ,এখন আমি চাইলে মোবাইল থেকে ব্লুটুথ এর মাধ্যমে আজান চালু করে দিয়ে ইফতার করতে পারবো ? এটা কত টুকু সহিহ হবে

১১ মার্চ, ২০২৫
সিন্দুর পুর

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


আল্লাহ তাআলা ইসলামের প্রতিটি বিধানকে সুবিন্যস্ত করেছেন। রাসূলুল্লাহ ﷺ নিজের জীবদ্দশায় এই সব বিধানকে বাস্তবে রূপ দিয়ে উম্মতের সামনে উপমা রেখে গেছেন।
আজান, নামাজ, জিহাদ, যাকাত, তথা সবগুলো ফরজ ওয়াজিব সুন্নত ইবাদত, যেগুলো প্রকাশ্যে আদায় করা হয়, এগুলো সবই ইসলামের শি'আর তথা নিদর্শন। ইসলামের কোন শি'আর নিয়ে ঠাট্টা মশকরা সুস্পষ্ট কুফরি। আর ইসলামের বিধিবিধানের মাঝে নিজের ইচ্ছামত পরিবর্তন ঘটানো إحداث ইহদাস, তথা বিদআত

«مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ، فَهُوَ رَدٌّ»
‘কেউ আমাদের এই শরীয়াতে সংগত নয় এমন কিছুর অনুপ্রবেশ ঘটালে তা প্রত্যাখ্যান করা হবে।
—সহীহ বুখারী, হাদীস নং ২৫১৭ (আন্তর্জাতিক নং ২৬৯৭)

রাসূলুল্লাহ ﷺ কিয়ামতের দিন ঐ সব লোকদেরকে হাউজে কাউসারের পাড় থেকে দূরে তাড়িয়ে দিবেন, যারা নবীজির ইন্তিকালের পর ইসলামের বিধি-বিধান পরিবর্তন সাধন করেছিল।

فيقال إنك لا تدري ما أحدثوا بعدك. فأقول سحقا سحقا لمن غير بعدي

(নবী (ﷺ) বলেছেনঃ আমি তখন বলব যে, এরা তো আমারই উম্মত।) তখন বলা হবে, তুমি তো জান না তোমার পরে এরা কি সব নতুন নতুন কান্ডকীর্তি করেছে।
রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তখন আমি বলব, আমার পরে যারা দ্বীনের মাঝে পরিবর্তন এনেছে তারা আল্লাহর রহমত থেকে দূরে থাকুক।
—সহীহ বুখারী ৬১৩৪ (আন্তর্জাতিক ৬৫৮৩-৬৫৮৫)

নবী ﷺ এর যুগে আজান যেভাবে দেয়া হতো কিয়ামত পর্যন্ত সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। মুয়াজ্জিন সাহেব কিবলামুখী হয়ে দাঁড়িয়ে দরাজ কণ্ঠে আযান দিবে। মোবাইল অথবা ডিভাইস ব্যবহার করে এই আযানকে যান্ত্রিক করা ইসলামের বিধান পরিবর্তন করার নামান্তর। কোন মুসলমানের জন্য এই অধিকার নেই।

আপনি অল্প একটু খেজুর এবং একটু পানি পান করে ইফতার করে নিবেন (প্রথম পর্ব)। এরপর মাগরিবের আজান শুরু করবেন। আযানের পর অবশিষ্ট ইফতার করবেন (দ্বিতীয় পর্ব)। আযানের সময় থেকে ১৫ মিনিট পরে মাগরিবের জামাত আরম্ভ করবেন। যেভাবে বাংলাদেশের অধিকাংশ মসজিদে আমল হয়ে আসছে। ঢাকা শহরের কোন কোন মসজিদে আযানের ২০ মিনিট পরে মাগরিবের জামাত আরম্ভ হয়ে থাকে।

আপনার প্রশ্নে উল্লেখিত বাক্য "আযান দিয়ে ইফতার করতে দেরি হয়ে যায়" এই অজুহাত যথার্থ কিভাবে হবে?

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন