আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৯৪৫১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা কি হাদীস "দ্বীনের একেকটা কথা বলা এবং শোনার বিনিময়ে এক বছরের নফল রিয়ামুক্ত আমলের সাওয়াব" ?

১৩ অক্টোবর, ২০২১
Kaimpur S Rd

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


দ্বীনি আলোচনা করা-শোনা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। এটা দ্বীন শেখা এবং শেখানের একটি অন্যতম মাধ্যম। এর প্রয়োজনীয়তা এবং বাস্তবতা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাছাড়া এটা ইলম শিখার মাধ্যম হওয়ায় একজন তালিবুল ইলম যেমনিভাবে মাখলুকাতের দোয়া লাভ করে ইনশাআল্লাহ আশা করা যায় দ্বীনি আলোচনাকারী এবং শ্রবণকারীও সেই দোয়া লাভ করবে।

কিন্তু "একেকটা কথা শোনার বিনিময়ে রিয়ামুক্ত একেক বছর নফল ইবাদত করা থেকে উত্তম" মর্মে যে কথা প্রচলিত আছে রাসূলের হাদিস হিসেবে তা প্রমানিত নয়, বরং তা সিররী সাকতী রহ. এর উক্তি।তিনি বলেন- تفكر ساعة خير من عبادة سنة অর্থাৎ “কিছুক্ষণ (আল্লাহর কুদরত বা দ্বীন) নিয়ে চিন্তা-ভাবনা ও গবেষণা করা এক বছর ইবাদতের চেয়ে উত্তম”। মোল্লা আলী কারী রহ.বলেন এটি রাসূলের হাদীস নয় বরংএটি সিররী সাকতী রহ.এর বক্তব্য। (আল মাসনু ১/৮১)।

এজাতীয় কথাকে রাসূলের হাদিস হিসেবে চালিয়ে দেওয়া মারাত্মক গুনাহ এবং রাসুলুল্লাহ সা. এর শানে মিথ্যাচারের শামিল। আল্লাহ তায়ালা আমাদের এই গর্হিত কাজ থেকে বিরত থাকার তাওফিক দান করুন। আমিন।


#আহলে হক মিডিয়ার সহযোগিতায়

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন