আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৯১৮০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সেন্টু গেঞ্জি পড়ে কি কোরআন শরীফ পড়া জায়েজ? যদি একটু ইসলামের দৃষ্টিকোণ থেকে বলতেন উপকৃত হতাম।

৩ অক্টোবর, ২০২১
পলাশবাড়ী

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم






কুরআনুল কারীম তিলাওয়াত করার জন্য বিশেষ কোনো পোশাকের শর্ত ইসলামের কোথাও আছে বলে আমাদের জানা নেই।

কুরআনুল কারীম তো বলছে দাঁড়িয়ে বসে কিংবা শোয়া অবস্থায় যিকির ও তিলাওয়াত করা যায়।

الَّذِیۡنَ یَذۡکُرُوۡنَ اللّٰہَ قِیٰمًا وَّقُعُوۡدًا وَّعَلٰی جُنُوۡبِہِمۡ وَیَتَفَکَّرُوۡنَ فِیۡ خَلۡقِ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ۚ رَبَّنَا مَا خَلَقۡتَ ہٰذَا بَاطِلًا ۚ سُبۡحٰنَکَ فَقِنَا عَذَابَ النَّارِ

যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে (সর্বাবস্থায়) আল্লাহকে স্মরণ করে এবং আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি সম্পর্কে চিন্তা করে (এবং তা লক্ষ্য করে বলে ওঠে)- হে আমাদের প্রতিপালক! আপনি এসবউদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেননি। আপনি (এমন ফজুল কাজ থেকে) পবিত্র। সুতরাং আপনি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন।
—আল ইমরান - ১৯১

একজন মানুষ যখন শুয়ে জিকির এবং তিলাওয়াত করবে তখন তো সে পাঞ্জাবি কিংবা জুব্বা পরিহিত থাকবে না। তখন গায়ে গেঞ্জি অথবা উদোম গায়েও থাকতে পারে।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন