আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

সহশিক্ষা কি হারাম

প্রশ্নঃ ৮৫৩৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুযুর, দেশের প্রায় সব পাবলিক ইউনিভার্সিটিতেই ছেলে মেয়েদের একসাথে পড়ানো হয়,আমার জন্য ভার্সিটিতে যাওয়া কি হারাম হবে?

১৩ অক্টোবর, ২০২৪
ঢাকা 1212

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


শরীয়তে যেসব বিষয় সুস্পষ্ট হারাম, সেগুলোকে হারাম বলতে দ্বিধা করাও হারাম। প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ গায়রে মাহরামদের মাঝে পর্দাহীন ভাবে সহাবস্থান করা, শরীয়তের ফরজ বিধান পর্দা লঙ্ঘন করা সুস্পষ্ট হারাম।
আল্লাহ তাআলা নারী-পুরুষের গঠন, মনন, চাহিদা ভিন্ন করেছেন। উভয়ের কর্মক্ষেত্র আলাদা করেছেন। যোগ্যতাও ভিন্ন দিয়েছেন। তা সত্ত্বেও নারী-পুরুষের সহশিক্ষার উদ্দেশ্য কী? চরিত্রহীন করে গড়ে তোলা ছাড়া আর কী?

সুতরাং সহশিক্ষার এই পাঠ্যক্রমে পড়াশোনা করা জায়েয নয়।

উল্লেখ্য, আধুনিক বিশ্বের গতি থেকে বিচ্যুত হয়ে থাকার সুযোগ নেই। রাষ্ট্র ও সমাজের স্বার্থে উচ্চ শিক্ষার বিকল্প নেই। শরীয়ত সম্মতভাবে জাগতিক উচ্চশিক্ষার সুষ্ঠু সুন্দর ব্যবস্থা হওয়ার আগ পর্যন্ত ভার্সিটিতে পড়াশোনা করুন। যথাসম্ভব দৃষ্টি অবনত রাখুন। আল্লাহ তাআলার কাছে অনাকাঙ্খিত এই গুনাহের জন্য তাওবাহ-ইস্তিগফার করতে থাকুন। দোয়া করতে থাকুন, আল্লাহ্ তা'আলা যেন সুন্দর পরিবেশ করে দেন। সেই মর্মে চেষ্টা ও ফিকির করতে থাকুন।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন