আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

গাফলতির জীবন থেকে বের চাই

প্রশ্নঃ ৮৫৩২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরত, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সময় ব্যবস্থাপনাটা ঠিকভাবে করতে পারি না। দেখা যায় প্রায়ই দ্বীনি ব্যপারে গাফিলতি করি। আবার কখনও দ্বীনের কাজে বেশি মনোযোগী হলে পড়াশোনায় মারাত্মক গাফিলতি করি। পড়াশোনার জন্য স্মার্টফোন ব্যবহার করাটা আবশ্যক হয়ে গেছে। কিন্তু এখন দেখছি স্মার্টফোন আমাকে ব্যবহার করছে। সব মিলিয়ে খুবই অনিয়মের জীবন যাপন করছি। খাবার-ঘুম-শরীরচর্চা সব দিকেই অনিয়ম। শুনেছি, হাশরের ময়দানে সময়ের হিসাব নেওয়া হবে। তাই এই অনিয়মের বৃত্ত থেকে বের হয়ে আসার জন্য আপনার পরামর্শ চাচ্ছি। *২২ বছরের যুবক হিসেবে আমার ২৪ ঘন্টা কিভাবে কাটানো উচিত? একটি বাস্তবসম্মত নমুনা পেশ করলে খুবই উপকৃত হতাম। *আমার বিয়ে করার সামর্থ্য নেই। দৃষ্টি, শ্রবণ, অন্তঃকরণের হেফাযতের জন্য কি আ'মাল করতে পারি?

৩০ জুলাই, ২০২৫
কুমিল্লা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ,
নিজেকে নিজে ঠিক ভাবে পরিচালনা করার জন্য আপনি প্রথমত হক্কানী-রাব্বানী, সুন্নাতের উপর আমলকারী এমন একজন আলেমে দ্বীনকে নির্বাচন করুন, যার মধ্যে (স্বাদেক্বীন) অর্থাৎ সত্যবাদিতার গুণ রয়েছে, যিনি কোরআন-হাদিস সম্পর্কে পারদর্শী হওয়ার সাথে সাথে বর্তমান যুগ সম্পর্কে সচেতন, যিনি উত্তম আখলাকের অধিকারি, যাকে দেখলে আপনার পরকালের কথা স্মরণ হয়। এমন একজন আলেমের সাথে সম্পর্ক গড়ে তুলুন, তার সাথে সময় কাটানোর চেষ্টা করুন, আপনার ব্যক্তিগত সমস্যাগুলো থেকে শুরু করে সব বিষয়গুলো তার সাথে শেয়ার করুন, তার সাথে সুসম্পর্ক গড়ে তুলুন, তার পরামর্শানুযায়ি কাজ করুন। এতে করে অনেক ফায়দা হবে। ইনশাল্লাহ ।

والله اعلم بالصواب

মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন