আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৮৪৩৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাদ্যযন্ত্র বাদ দিয়ে গান-জারি-আবৃতি,কবিতা কি জায়েজ?

৩১ আগস্ট, ২০২১
ঢাকা ১২০৯

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


আবদুল্লাহ ইবন মাসউদ রাযি. বলেন,

الْغِنَاءُ يُنْبِتُ النِّفَاقَ فِى الْقَلْبِ كَمَا يُنْبِتُ الْمَاءُ الزَّرْعَ

পানি যেমন (ভূমিতে) তৃণলতা উৎপন্ন করে তেমনি গান মানুষের অন্তরে নিফাক সৃষ্টি করে। (বাইহাকী ২১৫৩৬ তাফসীরে কুরতুবী ১৪/৫২)

আবদুল্লাহ ইবনে আব্বাস রাযি. বলেন, যে সকল বস্তু পাপাচারের দিকে আহ্বান করে তাই ইবলিসের আওয়াজ। (ইগাছাতুল লাহফান ১/১৯৯)

তবে বাজনা বা বাদ্য-যন্ত্র ব্যতীত গানের কথা ভাল হলে; অশ্লীল, কামোদ্দীপক, মিথ্যা ও ইসলামী আক্বীদা-পরিপন্থী না হলে কোনো সমস্যা নেই। যেমন, আল্লাহ তাআলার গুনাবলী বিষয়ে হামদ, না’ত, কাসীদা, গজল ইত্যাদি গাওয়া ও শোনা জায়েয রয়েছে।

والله اعلم بالصواب

মুসলিম বাংলা ইফতা বিভাগ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন