আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৮৩৯৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কাবাতে কেন ইহুদি নাসারা প্রবেশ করতে পারে না?

১ সেপ্টেম্বর, ২০২১
Chhatiangram

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


السلام عليكم ورحمة الله وبركاته



কাবা আল্লাহ তাআলার পবিত্র ঘর। গোটা দুনিয়া থেকে মুসলমানরা এখানে হজ্ব করতে আসবে। এখানেই যদি কাফির মুশরিকরা বাসা বেঁধে থাকে মুসলমানরা এখানে এসে কী শিখবে? উপরন্তু কাফিররা এখানে থাকলে ধীরে ধীরে মুসলমানদের কিবলা কব্জা করে নেবে। যেভাবে বাইতুল মাকদিস ইহুদিদের কব্জায় চলে গেছে।
এই ধরনের বহুবিধ হিকমতের কারণে আল্লাহ তা'আলা কুরআনুল কারীমে স্পষ্ট ঘোষণা দিলেন, মুশরিকরা আকিদাগত নাপাকি লালন করে। সুতরাং তারা যেন মসজিদে-হারামের কাছে আর কখনোই না আসে।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِنَّمَا الۡمُشۡرِکُوۡنَ نَجَسٌ فَلَا یَقۡرَبُوا الۡمَسۡجِدَ الۡحَرَامَ بَعۡدَ عَامِہِمۡ ہٰذَا ۚ وَاِنۡ خِفۡتُمۡ عَیۡلَۃً فَسَوۡفَ یُغۡنِیۡکُمُ اللّٰہُ مِنۡ فَضۡلِہٖۤ اِنۡ شَآءَ ؕ اِنَّ اللّٰہَ عَلِیۡمٌ حَکِیۡمٌ

হে মুমিনগণ। মুশরিকরা তো আপাদমস্তক অপবিত্র। সুতরাং এ বছরের পর যেন তারা মসজিদুল হারামের নিকটেও না আসে এবং (হে মুসলিমগণ! তোমরা যদি দারিদ্র্যের ভয় কর, তবে (জেনে রেখ), আল্লাহ চাইলে নিজ অনুগ্রহে তোমাদেরকে (মুশরিকদের থেকে) বেনিয়ায করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
—আত তাওবাহ্ - ২৮

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন