আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৮১৫৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জুম্মার দিন মসজিদে মুসিল্লিরা মসজিদে টাকা দান করে।সেই টাকা থেকে যদি ইমাম কে প্রতি জুম্মায় টাকা দেয় কোন সমস্যা হবে।তারা তো মসজিদে দেয়। ইমাম কে দেয়া উচিত হবে?

১৯ সেপ্টেম্বর, ২০২১
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


মসজিদ তহবিলে যারা টাকা দেন তারা মসজিদ ব্যবস্থাপনা ও পরিচালনার জন্য দিয়ে থাকেন। এর মধ্যে মসজিদের নির্মাণ, সংস্কার, যাবতীয় বিল, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আজান হওয়া, জামাআত ও জুমা হওয়া সবই অন্তর্ভুক্ত। মসজিদ নির্মাণের জন্য যেমন রাজমিস্ত্রিকে টাকা দিতে হয়, পরিচর্যার জন্য খাদেমদেরকে টাকা দিতে হয়, আযানের জন্য মুআযযিন সাহেবকে এবং জামাত সুষ্ঠুভাবে সুন্দরভাবে আদায় হয় এজন্য ইমামের পরিবারের ব্যয়ভার গ্রহণ কল্পে সম্মানী ভাতা প্রদান এই তহবিল থেকে হবে। তবে নির্মাণ শ্রমিকদের যা দেয়া হয় সেটি তাদের পারিশ্রমিক। ইমাম-মুয়াজ্জিন ও খতীব সাহেবকে যা দেওয়া হয় সেটি হলো তাদের সম্মানীভাতা। এটি পারিশ্রমিক নয়। সম্মানী ভাতা এজন্যই যে, তারা যেন নিজেদেরকে দুনিয়াবী পেরেশানি ও কাজকর্ম থেকে মুক্ত রেখে আযান ও জামাআতের বিষয়গুলোকে সুষ্ঠুভাবে আঞ্জাম দিতে পারেন। তারা আপনাদের এই বিষয়গুলোর জন্য নিজেদেরকে মুক্ত করে নেবেন। তাদের পরিবার ও ব্যক্তি ব্যয়ভার বহন করা আপনাদের উপর বর্তাবে।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন