আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

জলজ এবং স্থলজ প্রানীর মধ্যে হালাল হারামের বিধান কি?

প্রশ্নঃ ৭৫৭৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্ন হচ্ছে:- তিমি, হাঙ্গর, অক্টোপাস, শামুক, ঝিনুক, কাঁকড়া, শাপলাপাতা, ঘোড়া, গুঁইসাপ, খরগোশ, কচ্ছপ এগুলো খাওয়া হালাল নাকি হারাম? জলজ এবং স্থলজ প্রানীর মধ্যে হালাল হারামের বিধান কি?,

২২ অক্টোবর, ২০২৩

পটুয়াখালী

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


জলজ প্রাণীর মধ্যে শুধুমাত্র মাছ আমাদের জন্য হালাল। অবশিষ্ট জলজ প্রাণী হানাফী মাযহাব মতে হালাল নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন :

حَدَّثَنَا أَبُو مُصْعَبٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ أُحِلَّتْ لَنَا مَيْتَتَانِ وَدَمَانِ فَأَمَّا الْمَيْتَتَانِ فَالْحُوتُ وَالْجَرَادُ وَأَمَّا الدَّمَانِ فَالْكَبِدُ وَالطِّحَالُ ‏"‏ ‏.‏

আবদুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ আমাদের জন্য দু প্রকারের মৃতজীব ও দু ধরনের রক্ত হালাল করা হয়েছে। মৃত জীব দুটি হল মাছ ও টিড্ডি এবং দু প্রকারের রক্ত হল কলিজা ও প্লীহা।
—সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৩৩১৪

স্থলের প্রাণীর মধ্যে হিংস্র ও ঘৃণ্য প্রানি হারাম করা হয়েছে।
প্রশ্নে আপনি যেই সকল প্রাণীর নাম উল্লেখ করেছেন, সেগুলোর মধ্যে খরগোশ আর ঘোড়া ছাড়া বাকি সবই হারাম।
অবশ্য ঘোড়া জিহাদের সামানা হিসেবে ঘোড়া বিনষ্ট করা যাবে না। এজন্যে এটি খাওয়া থেকে বিরত থাকতে হবে।

প্রাণী ছাড়া অন্য সমস্ত জিনিসের ক্ষেত্রে বিধান হলো; সেগুলো নাপাক, নেশাজাত অথবা শরীরের জন্য ক্ষতিকর না হলে খাওয়া নিষেধ নয়।
শাপলাপাতা শরীরের জন্য ক্ষতিকর না হলে খাওয়া যেতে পারে।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ ইসহাক মাহমুদ
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

প্রসঙ্গসমূহ:

মন্তব্য ()

কোনো মন্তব্য নেই।

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

৯১০৫৯

মৃত্যুর পর কি শরীর এর কোনো অঙ্গ মানুষকে দান করা যাবে


২৭ ফেব্রুয়ারী, ২০২৫

Sylhet ৩১০০

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতী শাহাদাত হুসাইন ফরায়েজী

৬৯৪২৩

ঔষধ কোম্পানির পক্ষ থেকে ডাক্তারকে উপঢৌকন বা কমিশন দেয়া


১৮ নভেম্বর, ২০২৪

ঢাকা ১২৩০

question and answer icon

উত্তর দিয়েছেনঃ ইসহাক মাহমুদ

৭০৭৬৬

সাউন্ড ইফেক্ট (Sound Effect) ব্যবহার করা জায়েজ?


২৮ আগস্ট, ২০২৪

কেরাণীগঞ্জ

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতী শাহাদাত হুসাইন ফরায়েজী

৯০৪৯৪

হারাম টাকায় পোষাক বানিয়ে তা পরে ইবাদত করলে ইবাদত কবুল হবে?


২৭ ফেব্রুয়ারী, ২০২৫

G৯FW+M৫W

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতী শাহাদাত হুসাইন ফরায়েজী

Logoমুসলিম বাংলা
play storeapp store
TopOfStack Software © 2025 All rights reserved. Privacy Policy