আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

অজু ছাড়া আজান দেওয়ার বিধান

প্রশ্নঃ ৬৬০১৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সম্মানিত মুফতি সাহেব আমার জানার বিষয় হলো,অজু ছাড়া আজান দিলে কি মহল্লায় অভাব আসে? তাছাড়া অজু ছাড়া আজান দিলে কেমন ক্ষতি?,

২৯ জুন, ২০২৪

নামবিহীন রাস্তা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


ওযু ছাড়া আযান দিলেও আযান সহীহ হয়ে যায়। হযরত ইবরাহীম নাখায়ী রাহ. বলেন-

لَا بَأْسَ بِأَنْ يُؤَذِّنَ المُؤَذِّن، وَهُوَ عَلَى غَيْرِ وُضُوءٍ.

মুআযযিন যদি ওযু ছাড়া আযান দেয় এতে অসুবিধা নেই। (কিতাবুল আছার, বর্ণনা ৫৮)

তবে ওযু অবস্থায় আযান দেওয়া সুন্নত। তাই ওযুসহ আযান দেওয়ার প্রতি যত্নবান হওয়া উচিত। হযরত আতা রাহ. থেকে বর্ণিত, তিনি বলেন-

حَقّ، وَسُنّةٌ مَسْنُونَةٌ، أَنْ لَا يُؤَذِّنَ مُؤَذِّنٌ إِلّا مُتَوَضِّئًا.

আযানের সুন্নত তরীকা হল মুআযযিন ওযু অবস্থায়ই আযান দেবে। (মুসান্নাফে আব্দুর রায্যাক, বর্ণনা ১৭৯৯)

-কিতাবুল আছল ১/১১০; বাদায়েউস সানায়ে ১/৩৭৪; তাবয়ীনুল হাকায়েক ১/২৪৯; খুলাসাতুল ফাতাওয়া ১/৪৮; আলবাহরুর রায়েক ১/২৬৩; ফাতাওয়া হিন্দিয়া ১/৫৪
(আলকাউসার:জুমাদাল আখিরাহ ১৪৪৩ || জানুয়ারি ২০২২)

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ মুফতি সাইদুজ্জামান কাসেমি
উস্তাজুল ইফতা, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।

প্রসঙ্গসমূহ:

মন্তব্য ()

কোনো মন্তব্য নেই।

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

২৬০২৬

ইকামত দেয়ার সময় ডানে বামে মাথা ঘুরানো


১০ ডিসেম্বর, ২০২২

West Bengal ৭৪২০০০

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শাইখ উমায়ের কোব্বাদী

১৯৮২৩

আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুহতারম, অপবিত্র অবস্থায় মসজিদে আযান দেওয়া যাবে কিনা?

২৭ জুন, ২০২২

H২৪৪+HRC

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,

৩৫৪৪৭

ইকামতের সময় কি হাত বেঁধে রাখবে?


২৩ জুন, ২০২৩

চট্টগ্রাম

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতী সিরাজুল ইসলাম

Logoমুসলিম বাংলা
play storeapp store
TopOfStack Software © 2025 All rights reserved. Privacy Policy