আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

ইকামত দেয়ার সময় ডানে বামে মাথা ঘুরানো

প্রশ্নঃ ২৬০২৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্ন হল, ইকামাতে হাইয়্যা আলাস সালাহ ও হাইয়া আলাল ফালাহ বলার সময় মাথা ঘোরানো সুন্নত না মুস্তাহাব? এই বিষয়ে মজবুত দলিল থাকলে দয়া করে জানিয়ে দিলে কৃতজ্ঞ থাকবো। শুকরিয়া |

১০ ডিসেম্বর, ২০২২
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


আযান ও ইকামতে ডান দিকে চেহারা ফিরিয়ে حي علي الصلاة বলতে হয় এবং বাম দিকে চেহারা ফিরিয়ে حي علي الفلاح বলতে হয়। সতর্ক থাকতে হয়, চেহারার সাথে সাথে যেন সিনা ও পা কিবলার দিক হতে না ঘুরে যায়।
উল্লেখ্য,ইকামতে ১ বার ডানে চেহারা ঘুরিয়ে দু’বার حي علي الصلاة বলতে হবে এবং আরেকবার বামে চেহারা ঘুরিয়ে দু’বার حي علي الفلاح বলবে। (রদ্দুল মুহতার ১/৩৮৭ আহসানুল ফাতাওয়া ২/২৯৩)
এর দলিল হল, সহীহ মুসলিমের এক দীর্ঘ হাদিসে এসেছে, সাহাবী আবূ জুহাইফাহ রাযি. বলেন,
فَجَعَلْتُ أَتَتَبَّعُ فَاهُ هَا هُنَا وَهَا هُنَا - يَقُولُ يَمِينًا وَشِمَالاً - يَقُولُ حَىَّ عَلَى الصَّلاَةِ حَىَّ عَلَى الْفَلاَحِ
আমি তাঁর (বিলাল রাযি.) ন্যায় আযানের মাঝে মুখ এদিক সেদিক অর্থাৎ, ডানে-বামে ফিরাই। তিনি (বিলাল রাযি.) ডানে বায়ে মুখ ঘুরিয়ে "হাইয়্যা আলাস সলাহ" ও "হাইয়্যা ’আলাল ফালাহ" বলতেন। (সহীহ মুসলিম ৫০৩)

والله اعلم بالصواب

শাইখ উমায়ের কোব্বাদী সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর