আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৯৮২৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুহতারম, অপবিত্র অবস্থায় মসজিদে আযান দেওয়া যাবে কিনা?

২৭ জুন, ২০২২
H২৪৪+HRC

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم




অপবিত্রতা যদি এমন হয় যে যার দ্বারা গোসল ফরজ হয় অর্থাৎ হদসে আকবর হয় তাহলে গোসল করে পবিত্রতা অর্জন করা ব্যতীত তার জন্য মসজিদে প্রবেশ করা এবং আযান দেওয়া উভয়টি মাকরূহ হবে। যদি সে বিনা গোসলে আযান দিয়ে দেয় তাহলে আযান-কে পুনরায় দিতে হবে।

আর যদি এমন অপবিত্রতা হয় যার দ্বারা গোসল ফরজ হয় না অর্থাৎ হদসে আসগর হয় তাহলে ওযু ছাড়া আজান দিলেও আজান হয়ে যাবে তবে ওজু করে আজান দেওয়া তার জন্য উত্তম হবে।

সূত্র
আলমগীরী, খন্ড: 1, পৃষ্ঠা: 54
মুসলিম শরীফ, খন্ড: 1, পৃষ্ঠা: 143

والله اعلم بالصواب

মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন