আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৫৭৩৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বার্ধক্যজনিত কারেণ যারা নামাজ পড়তে অক্ষম তারা কি কাফ্ফারা দিতে হবে?

২৯ এপ্রিল, ২০২১
হবিগঞ্জ

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


السلام عليكم ورحمة الله وبركاته

নামায এমন একটি ইবাদত, যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ আছে এবং মস্তিষ্ক ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত তার সাধ্য অনুযায়ী নামায আদায় করতেই হবে।
দাড়িয়ে না পারলে বসে, বসে না পারলে শুয়ে ইশারায় নামায আদায় করতেই হবে।
সুতরাং বার্ধক্যজনিত অপারগতায় রোযা না রেখে ফিদয়া দেওয়ার সুযোগ থাকলেও নামায না পাড়ার সুযোগ নেই। ঐ অবস্থায় তিনি তার সাধ্য অনুযায়ী নামায পড়ে নেবেন।

حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ طَهْمَانَ، قَالَ حَدَّثَنِي الْحُسَيْنُ الْمُكْتِبُ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَتْ بِي بَوَاسِيرُ فَسَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنِ الصَّلاَةِ فَقَالَ ‏ "‏ صَلِّ قَائِمًا، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَقَاعِدًا، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَعَلَى جَنْبٍ ‏"‏‏.‏

ইমরান ইব্‌নু হুসাইন রাযিয়াল্লাহু থেকে বর্ণিত:
তিনি বলেন, আমার অর্শ রোগ ছিল। তাই আল্লাহ্‌র রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম এর খিদমতে সালাত সম্পর্কে প্রশ্ন করলাম, তিনি বললেনঃ দাঁড়িয়ে সালাত আদায় করবে, তা না পারলে বসে, যদি তাও না পার তাহলে শুয়ে।
সহিহ বুখারী, হাদিস নং ১১১৭

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর