আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৫৬৬৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি জানতে চাই রিসালাত কাকে বলে অথবা রিসালাত কথার অর্থ কি

২৯ মার্চ, ২০২২
Tripura 799260

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم




রিসালাত’ শব্দের অর্থ- বার্তা বহন। উইকিপিডিয়া তথ্য অনুসারে এটি এমন একটি প্রক্রিয়া, যাতে এক বা একাধিক বার্তা একজন নবির কাছে প্রেরণ করে, এরপর অন্যান্য মানুষের কাছে পৌঁছে দেয়া হয়। এ ধরনের বার্তাতে সাধারণত জান্নাতের অনুপ্রেরণা, নির্দেশনা, অথবা আসন্ন ঘটনা সম্পর্কে ( পরকালীন জ্ঞানের তুলনা করে) বাণী অবতীর্ণ হয়। সমস্ত ইতিহাস জুড়ে, অতীন্দ্রিয় যোগাযোগ বা অদৃশ্য দর্শন রিসালাতের একটি সাধারণ লক্ষণ হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে। নবুয়তের দায়িত্বকে রিসালাত আর যারা এ দায়িত্ব পালন করে তাদের বলে নবি অথবা রাসুল।

والله اعلم بالصواب

মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন