আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৭৯২৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হাতের কাপড় ভাজ করে নামায পরলে গুনাহ হবে নাকি?

৫ আগস্ট, ২০২১
Dubai, Dubai, Dubai, United Arab Emirates

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


السلام عليكم ورحمة الله وبركاته



পাঞ্জাবি-জামা ইত্যাদির হাতা গুটিয়ে নামাজ পড়া মাকরুহ। এভাবে নামাজ পড়লে নামাজ নষ্ট হবে না, কিন্তু নামাজের আদব এর পরিপন্থী হবে। যেহেতু এভাবে হাতা গুটিয়ে সম্ভ্রান্ত ও সম্মানিত ব্যক্তিবর্গের দরবারে উপস্থিত হওয়া লজ্জাজনক মনে করা হয়। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামীনের পবিত্র দরবারে কেন এ অবস্থায় উপস্থিতি লজ্জাজনক মনে করা হবে না?
আল্লাহ তাআলা সৌন্দর্য গ্রহণ করে, উত্তম পোষাক নিয়ে নামাজে আসতে নির্দেশ করেছেন।

یٰبَنِیۡۤ اٰدَمَ خُذُوۡا زِیۡنَتَکُمۡ عِنۡدَ کُلِّ مَسۡجِدٍ وَّکُلُوۡا وَاشۡرَبُوۡا وَلَا تُسۡرِفُوۡا ۚ  اِنَّہٗ لَا یُحِبُّ الۡمُسۡرِفِیۡنَ ٪

হে বনী আদম ! প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর পরিচ্ছদ পরিধান করবে, আহার করবে ও পান করবে কিন্তু অপচয় করবে না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না।
—আল আরাফ - ৩১

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর