আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৭৫১৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,আমি খুবই নগন্ন একজন মানুষ (ছাত্র), আমার জিজ্ঞাসা হলো-ফজরের সালাত, মাগরিবের সালাত ও এশার সালাতে শব্দ করে পড়া হয়,,কিন্তু যোহর ও আসরের সালাতে শব্দ করে পড়া হয় না কেন?আশা করি আমি কোন অপ্রাসাঙ্গিক প্রশ্ন করিনি।আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আমিন

২৫ জুলাই, ২০২১
ঢাকা ১০০০

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم






বিধান আল্লাহ তা'আলা কোনটি কেন দিয়েছেন? তার সম্পর্কে আল্লাহ ভাল জানেন।
আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামায ফরয না করে দশ ওয়াক্ত করতে পারতেন। আল্লাহ তাআলা কেন এটা করেছেন? কেন ওটা করেননি? সেটি আল্লাহ তাআলাই ভালো জানেন।
মানুষ কিছু হিকমত ও রহস্য বলতে পারবে। মূল কারণ উদ্ঘাটন মানুষের পক্ষে সম্ভব নয়।
আপনি ভালো করেই জেনে থাকবেন, হিকমত-রহস্য আর বস্তুর মূল কারণ দুটি এক বিষয় নয়।
আমরা শুধু এইটুকু বলতে পারব যোহর ও আসরে শব্দ করে পড়া হয় না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যোহর ও আসরে শব্দ করে পড়েননি। ফজর, মাগরিব ও ইশায় জোরে পড়া হয়, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জোরে পড়েছেন।
আমাদেরকে শুধু আল্লাহ তাআলার দেয়া বিধানগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরীকায় পালন করতে বলা হয়েছে। আমরা তাই করছি।
কোন বিষয়ের গুপ্ত রহস্য আমাদের বুঝে আসুক, আর না আসুক, আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইত্তিবা-অনুসরণ-অনুকরণ করে যাচ্ছি।
এটাতেই আমাদের কামিয়াবী-সফলতা ও পরকালীন মুক্তি রয়েছে ইনশাআল্লাহ।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর