আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

ওয়াকফ হয়নি এমন জায়গায় ঈদের নামায

প্রশ্নঃ ৫৩৬৪৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জনাব,আমার জানার বিষয় হলো ওয়াকফ সংক্রান্ত। ঈদের নামায আদায় হওয়ার জন্যে ঈদগাহ মাঠের জায়গা ওয়াকফ হওয়া জরুরি কিনা।যদি ওয়াকফ না করে তাহলে উক্ত ঈদগাহ মাঠে ঈদের নামাজের জামাত হবে কিনা?? জাযাকাল্লাহু খায়রান। নিবেদক মুহা:জাহিদুল ইসলাম গাজিপুর

৩১ জানুয়ারী, ২০২৪
শ্রীপুর

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


ঈদের নামায শুদ্ধ হবার জন্য ওয়াকফ জমি হওয়া জরুরী নয়।

তাই ওয়াকফ নিয়ে মতভেদ হলেও উক্ত মাঠে ঈদের জামাত পড়া জায়েজ আছে। [ফাতাওয়া মাহমূদিয়া-১৫/৩২২,ফারুকিয়া করাচি, ফাতাওয়া কাসিমিয়া-১৮/৬০৬]

وقال أبو يوسف رحمه الله تعالى: يزول ملكه بمجرد القول (الهداية، كتاب الوقف-2/637، فتح القدير-6/238، البحر الرائق-5/416

والله اعلم بالصواب

মুফতী মুহাম্মাদ রাশেদুল ইসলাম ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা ৷
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর