আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

আমিরুল মু'মিনিন আর খলিফা কি এক শব্দ?

প্রশ্নঃ ৫১১৩৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর আজ আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আফগানিস্তান আজ বিজয়ী হয়েছে। আলহামদুলিল্লাহ তারা এখন ইসলামি শরিয়াহ বাস্তবায়ন করেছে। তারা তাদের নেতাদের আমিরুল মু'মিনিন বলে আলহামদুলিল্লাহ। এখন আমার প্রশ্ন ১/ আমিরুল মু'মিনিন আর খলিফা কি এক শব্দ। ২/ তারা কি খিলাফাহ ঘোষণা করেছে। ৩/ খিলাফাহ ঘোষণা করলে কি আমাদের পুরো বিশ্বের মুসলিমদের বায়াত গ্রহণ করা কি ফরজ হবে। প্রিয় হুজুর কথায় ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন

১৬ মে, ২০২৪
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


الإمارة الإسلامية ইমারাহ ইসলামিয়্যাহ বা الولاية الإسلامية ওলায়াতে ইসলামিয়্যাহ বলে ইসলামী নেতৃত্বকে বোঝানো হয়। পৃথিবীর কোন অঞ্চলে ইসলামী শরীয়ার বিধিবিধান রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করলে তাকে ইমারাহ ইসলামিয়্যাহ বলা হবে।

১. ইমারাহ ইসলামিয়্যাহ এর প্রধানকে "আমীরুল মু'মিনীন" বলা হয়। আমিরুল মুমিনীন নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনা সহ সর্বপরিসরে যোগ্য উত্তরসূরী হিসেবে ঘোষণা করলে তাকে খলীফাতুর রসূল বা খলীফাতুল মুসলিমীন বলা হবে।

تَنْقَسِمُ الإِْمَارَةُ إِلَى عَامَّةٍ وَخَاصَّةٍ:
أَمَّا الْعَامَّةُ فَالْمُرَادُ بِهَا الْخِلاَفَةُ أَوِ الإِْمَامَةُ الْكُبْرَى، وَهِيَ فَرْضُ كِفَايَةٍ،
—আল মাওসূআ আল ফিক্বহিয়্যাহ

اتَّفَقَ الْفُقَهَاءُ عَلَى جَوَازِ تَسْمِيَةِ الإِْمَامِ: خَلِيفَةً، وَإِمَامًا، وَأَمِيرَ الْمُؤْمِنِينَ.
فَأَمَّا تَسْمِيَتُهُ إِمَامًا فَتَشْبِيهًا بِإِمَامِ الصَّلاَةِ فِي وُجُوبِ الاِتِّبَاعِ وَالاِقْتِدَاءِ بِهِ فِيمَا وَافَقَ الشَّرْعَ، وَلِهَذَا سُمِّيَ مَنْصِبُهُ بِالإِْمَامَةِ الْكُبْرَى.
وَأَمَّا تَسْمِيَتُهُ خَلِيفَةً فَلِكَوْنِهِ يَخْلُفُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حِرَاسَةِ الدِّينِ وَسِيَاسَةِ الدُّنْيَا فِي الأُْمَّةِ، فَيُقَال خَلِيفَةٌ بِإِطْلاَقٍ، وَخَلِيفَةُ رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
–আল মাওসূআ আল ফিক্বহিয়্যাহ

২. আফগানিস্তানের আমিরুল মোমেনীন এখনো নিজেকে খলিফাহ হিসেবে ঘোষণা করেছেন বলে আমাদের জানা নেই।

৩. ইমারাহ ইসলামিয়্যাহ এর অধিভুক্ত এলাকায় আপনার অবস্থান হলে আমীরুল মু'মিনীন এর হাতে বাইআত হওয়া অপরিহার্য।
أَجْمَعَتِ الأُْمَّةُ عَلَى وُجُوبِ عَقْدِ الإِْمَامَةِ، وَعَلَى أَنَّ الأُْمَّةَ يَجِبُ عَلَيْهَا الاِنْقِيَادُ لإِِمَامٍ عَادِلٍ، يُقِيمُ فِيهِمْ أَحْكَامَ اللَّهِ، وَيَسُوسُهُمْ بِأَحْكَامِ الشَّرِيعَةِ الَّتِي أَتَى بِهَا رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ يَخْرُجْ عَنْ هَذَا الإِْجْمَاعِ مَنْ يُعْتَدُّ بِخِلاَفِهِ. (1)
وَاسْتَدَلُّوا لِذَلِكَ، بِإِجْمَاعِ الصَّحَابَةِ وَالتَّابِعِينَ، وَقَدْ ثَبَتَ أَنَّ الصَّحَابَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمْ، بِمُجَرَّدِ أَنْ بَلَغَهُمْ نَبَأُ وَفَاةِ رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَادَرُوا إِلَى عَقْدِ اجْتِمَاعٍ فِي سَقِيفَةِ بَنِي سَاعِدَةَ، وَاشْتَرَكَ فِي الاِجْتِمَاعِ كِبَارُ الصَّحَابَةِ، وَتَرَكُوا أَهَمَّ الأُْمُورِ لَدَيْهِمْ فِي تَجْهِيزِ رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَشْيِيعِ جُثْمَانِهِ الشَّرِيفِ، وَتَدَاوَلُوا فِي أَمْرِ خِلاَفَتِهِ.
—আল মাওসূআ আল ফিক্বহিয়্যাহ

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন