আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

মাহফিলে যাকাতের টাকা দান করা যাবে?

প্রশ্নঃ ৫১০০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যাকাতের টাকা মাহফিলে দেয়া যাবে কি? মাদরাসায় লিল্লাহ বোর্ডিং এর ছাত্রদের দেওয়া যাবে কি ?

২২ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা ১২০৩

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


যাকাতের টাকা মাহফিলে দেয়া যাবে না। যেসব মাদরাসায় লিল্লাহ বোর্ডিং আছে অথবা এতিমখানা আছে সেসব মাদরাসার লিল্লাহ বোডিংয়ে ও এতিমখানায় যাকাতের টাকা দিতে পারবেন।

আল্লাহর বাণী :

اِنَّمَا الصَّدَقٰتُ لِلۡفُقَرَآءِ وَالۡمَسٰکِیۡنِ وَالۡعٰمِلِیۡنَ عَلَیۡہَا وَالۡمُؤَلَّفَۃِ قُلُوۡبُہُمۡ وَفِی الرِّقَابِ وَالۡغٰرِمِیۡنَ وَفِیۡ سَبِیۡلِ اللّٰہِ وَابۡنِ السَّبِیۡلِ ؕ فَرِیۡضَۃً مِّنَ اللّٰہِ ؕ وَاللّٰہُ عَلِیۡمٌ حَکِیۡمٌ

যাকাত হল কেবল ফকির, মিসকীন, যাকাত আদায় কারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদে হক এবং তা দাস-মুক্তির জন্যে-ঋণ গ্রস্তদের জন্য, আল্লাহর পথে জেহাদকারীদের জন্যে এবং মুসাফিরদের জন্যে, এই হল আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
—আত তাওবাহ্ - ৬০

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন