আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৫০০৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার প্রশ্ন হল কোন ছেলে মানুষের বুকের পশম মেয়েরা দেখলে কি গুনাহ হবে এবং কি ওযু করার পরে যদি দেখে তাহলে কি অজু ভেঙ্গে যাবে আমার 👷দ্বিতীয় প্রশ্ন আমি শুনেছি কোন মেয়ে যদি মাসিক হয় তাহলে তার শরীরের সাথে স্পষ্ট লাগলে কি নাপাক হবে

৫ মার্চ, ২০২১
শিবচর

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


وعلیکم السلام ورحمة الله وبركاته

কোন পুরুষের বুকের পশম এর বিষয়ে প্রশ্ন কেন হল?
পর নারীর সামনে পুরুষের কোন অঙ্গ প্রত্যঙ্গ প্রদর্শন করার কী প্রয়োজন পড়েছে?
পবিত্র কুরআনুল কারীমের সূরা নূরে আল্লাহ তাআলা পর নারী এবং পর পুরুষ উভয়কেই দৃষ্টি অবনত রাখতে বলেছেন। এজন্যই অপ্রয়োজনে পর-পুরুষের চেহারা, হাত-পা কোন কিছুই দেখা উচিত নয়। বুকের পশম তো অনেক পরের বিষয়।

প্রাসঙ্গিক কথা: লজ্জাস্থানের গোপন পশমগুলো কাটার পর এমন জায়গাতে ফেলে দেয়া হলো, যা অন্য কোন পুরুষের অথবা নারীর দৃষ্টিতে আসলো। এটি হারাম।
ওযুর পরে লজ্জাস্থানের কিছু অংশ খুলে গেলে ওযু চলে যাবে, অথবা পর নারীর সামনে পড়ে গেলে অজু চলে যাবে। বিষয়টি এমন নয়। ওযুর আগে পরে সর্বাবস্থায় পরনারী-পরপুরুষ দেখা-সাক্ষাৎ থেকে বিরত থাকতে হবে।

মেয়েদের মাসিক অবস্থায় তাদের উপরে নাপাকির হুকুম কিছু কিছু ক্ষেত্রে। সর্ব ক্ষেত্রে নয়। অর্থাৎ তারা এই অবস্থায় নামায রোযা ও কুরআনুল কারীমের তিলাওয়াত থেকে বিরত থাকবে। এই অবস্থায় তাদের হাতের রান্না খেতে কোনো অসুবিধে নেই। এমনকি তাদের ঘামও নাপাক নয়।

হযরত আয়িশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তা'আলা আনহা হায়েয অবস্থায় নবীজির কোলে মাথা রেখে কুরআনুল কারীম তিলাওয়াত করেছেন।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন