আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৪৭০১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যিহাদ কি?

১৮ ফেব্রুয়ারী, ২০২১
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


জিহাদ এর মূল মাদ্দাহ হলো جهد

এটা বাবে مفاعلة এর মাসদার
অর্থ:- যুদ্ধ, জিহাদ, সংগ্রাম৷
পরিভাষায় জিহাদ বলা হয়:-

ইসলামের সহযোগিতা ও আল্লাহর কালিমাকে বুলন্দ করার উদ্দেশ্যে কাফেরদের বিরুদ্দে যুদ্ধ করা৷

জিহাদ দুই প্রকার:-
১/ دفاعي(আত্মরক্ষা মূলক জিহাদ)
২/ اقدامي( আক্রমণাত্মক জিহাদ)

জিহাদের সূচনা হয়:- ২য় হিজরী থেকে।

জিহাদের উদ্দেশ্য :-
আল্লাহর জমিনে আল্লাহর কালিমাকে বুলন্দ করা এবং কাফেরদের জাঁকজমক দৌরাত্মকে খতম করা।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন