আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

আরবি শব্দকে বাংলা বানানে প্রকাশ করা....

প্রশ্নঃ ৪৩৭৫১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি দোয়া ইউনুস পড়তে যেয়ে উচ্চারণ নিয়ে কিছুটা সমস্যায় পড়েছি। কেউ বলে:"লা ইলাহা ইল্লা আনতা ইন্নি কুনতু মিনাজ জ্বলিমিন" আবার অনেকে বলে:"লা ইলাহা ইল্লা আংতা ইন্নি কুংতু মিনাজ জ্বলিমিন" এখানে সঠিক উচ্চারন কোনটি? (ন)নাকি (ং)?

২৩ অক্টোবর, ২০২৩
রাজপাড়া

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


সম্মানিত প্রশ্নকারী!
মূলত আরবি ভাষায় শব্দটি এভাবে লেখা আছে- كُنْتُ । যা বাংলায় প্রকাশ করতে গিয়ে বিভিন্নজন বিভিন্নভাবে প্রকাশ করে। কেউ এটাকে কুংতু লিখেন কেউ কুন্তু/কুনতু লিখেন।

আরবি ভাষাকে বাংলা বানানে পুরোপুরি প্রকাশ করা যায় না। শুধু আরবিই নয় বরং যেকোনো ভাষাকেউ অন্যকোনো ভাষায় তার বানানের সঠিক রূপ প্রকাশ করা যায় না। কাজেই উচ্চারণের সময় আরবি রূপকেই অনুসরণ করা আবশ্যক। উচ্চারণ সঠিক হলো বাংলায় তার এই প্রকাশে খুব একটা পার্থক্য নাই।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি উস্তাজুল ইফতা, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন