আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

বইয়ের পিডিএফ প্রকাশ

প্রশ্নঃ ৪৩৬১৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় প্রায়শই ইংরেজি বই পড়তে হয়।এসব ইংরেজি বই সরাসরি আসল কপিগুলো পাওয়া যায়না। বরং পিডিএফ থেকে পড়তে হয়। বা প্রিন্ট করে নিয়ে পড়তে হয়। এখন প্রশ্ন হলো, বিদেশী ঐ বইগুলো কি প্রিন্ট করে নিয়ে পড়া হারাম হবে? কারণ, এইসব বই তো আমরা প্রকাশকের অনুমতি না নিয়ে প্রিন্ট করছি। আর বিদেশী প্রকাশকের অনুমতি তো নেয়া সম্ভবও হয়ে ওঠেনা। তো, এখন যে বইগুলো বাজারে নেই বা বাইরের বই, সেগুলো কি প্রয়োজনের স্বার্থে প্রিন্ট করতে পারবো?

২০ জুলাই, ২০২৫
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


সম্মানিত প্রশ্নকারী!
একজন লেখকই জানেন যে, একটি বই লিখতে বা একটি গ্রন্থ রচনা করতে তার কি পরিমাণ ঘাম ঝরাতে হয়! কত রাত বিনিদ্র কাটাতে হয়। কি পরিমাণ অর্থ ও সময় ব্যায় করতে হয়। এতো সব কিছু করার পরই কেবল একটি বই, একটি গ্রন্থ আলোর মুখ দেখতে পায়। কোনো মানুষ যদি সর্বসত্ব অধিকারী লেখক/প্রকাশকের অনুমতি ছাড়া তার কোনো গ্রন্থ প্রকাশ করা বা ছাপা জায়েজ নাই। তবে যেহেতু দুঃস্প্রাপ্ততা এবং ব্যক্তি পর্যায়ে প্রকাশক থেকে অনুমতি নেওয়া দুরহ ব্যাপার তাই ব্যক্তিগত অধ্যয়ন এবং গবেষণার স্বার্থে সেগুলো ছাপানোর অবকাশ পাওয়া যায়। তবে বাণিজ্যিক উদ্দেশ্যে এজাতীয় গ্রন্থ ছাপানো জায়েজ হবে না।
ولكن الذي يحتفظ بحق الطباعة لا يمنع أحدا من قراءة الكتاب ولا دراسته ولا تعليمه ولا تبليغ ما فيه ، حتى أنه لا يمنع من بيعه والتجارة فيه ، ولكنه يمنع من أن يطبعه الآخر بغير إذن منه ، ليكسب بذلك الأرباح ، فليس ذلك من كتمان العلم في شيئ

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি উস্তাজুল ইফতা, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন