আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৪০১৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস সালামু আলাইকুম হুজুর,,,,,হুজুর কাদের কাদের সালাম দেওয়া নাজায়েজ ,অনুত্তম এবং দিলে দেওয়া যায় কিন্তু না দেওয়ায় ভাল ?আবার কেও কেও হাত উঠিয়ে সালাম দেই এবং কেও কপালের সাথে হাত ঠেকিয়ে সালাম দেই এগুলো জায়েজ আছে কি না আর বিভিন্ন স্কুল , কলেজ,অফিস ,আদালতে দেখা যায় তিন আঙ্গুল কপালে ঠেকিয়ে পতাকাকে সালাম দিতে এটা জায়েজ আছে কি না ? জানালে উপকৃত হতাম ।

২৮ ডিসেম্বর, ২০২০
রাজশাহী

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


১. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছোটদেরকে সালাম দিয়ে শিখিয়েছেন, বড় ব্যক্তিরা ছোটদেরকে স্নেহের সঙ্গে শিক্ষা দেয়ার জন্য সালাম দিবে।
২. অপরদিকে উম্মতের উদ্দেশ্যে তিনি নির্দেশনা দিয়েছেন, ছোটরা বড়দেরকে সালাম করবে।

৩. কোন মুসলমানের বাসায় গেলে ঘর বাসির উদ্দেশ্যে সালাম দিতে হবে। সেখানে গাইরে মাহরাম মহিলা থাকলেও সালাম দিতে হবে।

৪. হাত তুলে সালাম দেয়া ইসলামের আদর্শ নয়।
কপালে হাত ঠেকিয়ে স্যালুট দেওয়া হয়, ইসলামী সালাম এভাবে দেওয়া উচিত নয়।

৫. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিচিত অপরিচিত সকলকে সালাম দেয়ার জন্য বলেছেন।

৬. সালাম দেয়া হবে :
ক. আল্লাহকে
খ. ফেরেশতাকে
গ. নেককার জিনকে
ঘ. এবং মুমিনদেরকে।
গাছগাছালি, পাথর, মাটি ইত্যাদিকে সালাম করার নির্দেশনা ইসলামে নেই।
পতাকাকে সালাম করা সালামের অপপ্রয়োগ।

فَاِذَا دَخَلۡتُمۡ بُیُوۡتًا فَسَلِّمُوۡا عَلٰۤی اَنۡفُسِکُمۡ تَحِیَّۃً مِّنۡ عِنۡدِ اللّٰہِ مُبٰرَکَۃً طَیِّبَۃً ؕ  کَذٰلِکَ یُبَیِّنُ اللّٰہُ لَکُمُ الۡاٰیٰتِ لَعَلَّکُمۡ تَعۡقِلُوۡنَ ٪
(আন নূর - ৬১)
অতঃপর যখন তোমরা গৃহে প্রবেশ কর, তখন তোমাদের স্বজনদের প্রতি সালাম বলবে। এটা আল্লাহর কাছ থেকে কল্যাণময় ও পবিত্র দোয়া। এমনিভাবে আল্লাহ তোমাদের জন্যে আয়াতসমূহ বিশদভাবে বর্ননা করেন, যাতে তোমরা বুঝে নাও।

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَبُو الْحَسَنِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ يُسَلِّمُ الصَّغِيرُ عَلَى الْكَبِيرِ، وَالْمَارُّ عَلَى الْقَاعِدِ، وَالْقَلِيلُ عَلَى الْكَثِيرِ ‏"‏‏.‏

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ:
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ বয়োকনিষ্ঠ বয়োজ্যেষ্ঠকে, পদচারী উপবিষ্টকে এবং অল্প সংখ্যক অধিক সংখ্যককে সালাম দিবে।
সহিহ বুখারী, হাদিস নং ৬২৩১

حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ سَيَّارٍ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه أَنَّهُ مَرَّ عَلَى صِبْيَانٍ فَسَلَّمَ عَلَيْهِمْ وَقَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَفْعَلُهُ‏.‏

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ:
যে, একবার তিনি একদল শিশুর পার্শ্ব দিয়ে অতিক্রম করা কালে তিনি তাদের সালাম করে বললেন যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -ও তা করতেন।
সহিহ বুখারী, হাদিস নং ৬২৪৭

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন