আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৩৯১৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ১. মোবাইল ব্যাংকিং লেনদেন এর উপর যে পরিমাণ চার্জ ধার্য করা হয়েছে তার চেয়ে কম চার্জ ধার্য করেছে সরকার কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান নগদ। এখন ইসলামের দৃষ্টিতে আমি কোনটির মাধ্যমে লেনদেন করবো?২. আমার অনেক বন্ধু বিভিন্ন পাপ কর্ম লিপ্ত। তার মধ্যে হস্তমৈথুন অন্যতম। আমার মধ্যেও এই কর্মটি চলে আসতে শুরু করে অনেক চেষ্টা করে ও পারছিনা এটি ত্যাগ করতে। এখন

৯ ডিসেম্বর, ২০২০
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


১. মোবাইল ব্যাংকিংয়ে ব্যয় কমিয়ে উদ্বৃত্ত টাকা গরিব মিসকিনকে দান করলে সওয়াব বেশি হবে।

২. যে পরিবেশ ও যাদের সংস্রবে থাকলে পাপ হয়, সেই পরিবেশ ও সেসব সাথীবর্গকে বর্জন করা আবশ্যক।
যৌবন আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। নিয়ামতের শোকরগুজারী না করে অপব্যবহার করলে আল্লাহ তাআলার আযাব অনিবার্য।
এ ছাড়া আপনি বিবাহ-শাদী না করে থাকলে দ্রুত সময়ে বিবাহ করে নিন।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন