আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

বোরকা পরে কি ছবি তোলা যাবে?+

প্রশ্নঃ ৩৮৬৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার ৩ টি প্রশ্ন: ১. বোরকা পরে কি ছবি তোলা যাবে?২. আমি একজন ছাত্রী। বাহিরে গেলে আমার কাছে যদি টাকা থাকে আমি ৫ টাকা ১০ টাকা মসজিদে বা ফকিরকে দান করি। আমি শুনেছি ফকিরকে টাকা দেওয়া নাকি ভাল না। তাহলে কোথায় টাকা দান করলে ভাল হবে মসজিদে নাকি ফকির কে? ৩. আমার কয়দিন পর পরীক্ষা। কিন্তু আমার পড়ালেখার প্রতি মনোযোগ কমে গেছে। পড়ার টেবিলে ৭ মাসে একবারও বসি নাই। তাই কোনো সাব্জেক্ট পড়া হয়নি। আর এখন পড়ে পাস করাও সম্ভব না। এমন কোনো দোয়া আছে যেটা পরলে গায়েবীভাবে আল্লাহ রহম করে পাস করিয়ে দিবেন?

২৪ অক্টোবর, ২০২৩
সিলেট

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


১. শরঈ বোরকা পরে ছবি তুললে লোকটিকে চেনা যাওয়ার কথা নয়। এমন ছবি তুলে কী লাভ? অনর্থক কাজ থেকে বেচে থাকা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য।

قَدۡ اَفۡلَحَ الۡمُؤۡمِنُوۡنَ ۙ
(আল মুমিনূন - ১)
মুমিনগণ সফলকাম হয়ে গেছে,
শানে নুজুলঃ
আলোচ্য ‘সূরা মু’মিনুন’ এর প্রথমে মু’মিনের যে সাতটি গুণের কথা উল্লেখ করা হয়েছে, তা হল- (১) বিনয়, নম্রতা ও একাগ্রতার সাথে নামায আদায় করা (২) বেহুদা বিষয়াদি থেকে বিরত থাকা (৩)যাকাত আদায় করা । (৪)যৌনাঙ্গকে হেফাযত করা । (৫) আমানত প্রত্যার্পণ করা । এতে এমন প্রত্যেকটি বিষয় অন্তর্ভুক্ত, যার দায়িত্ব কোন ব্যক্তি বহন করে এবং সে বিষয়ে কোন ব্যক্তির উপর আস্থা স্থাপন করা হয় । (৬) অঙ্গীকার পূর্ণ করা । এখানে অঙ্গীকার দ্বারা দ্বিপাক্ষিক চুক্তি ও এক তরফা প্রতিশ্রুতি দুটিকেই বুঝানো হয়েছে । (৭) নামাযে যত্নবান হওয়া । উল্লেখিত গুণে গুণান্বিত লোকদেরকে এ আয়াতে জান্নাতুল ফেরদাউসের অধিকারী বলা হয়েছে । (মাঃ কোঃ)

الَّذِیۡنَ ہُمۡ فِیۡ صَلَاتِہِمۡ خٰشِعُوۡنَ ۙ
(আল মুমিনূন - ২)
যারা নিজেদের নামাযে বিনয়-নম্র;

وَالَّذِیۡنَ ہُمۡ عَنِ اللَّغۡوِ مُعۡرِضُوۡنَ ۙ
(আল মুমিনূন - ৩)
যারা অনর্থক কথা-বার্তায় নির্লিপ্ত,

২. অভাবী ও নিঃস্ব লোকদের অধিকার রয়েছে ধনীদের সম্পদে।
অবশ্য যারা ভিক্ষা করা পেশা হিসেবে গ্রহণ করেছে তাদের এ কাজে সহায়তা যেন না হয়, সে হিসেবে ওদের ভিক্ষা দিতে কেউ কেউ বারন করে থাকেন।

وَفِیۡۤ اَمۡوَالِہِمۡ حَقٌّ لِّلسَّآئِلِ وَالۡمَحۡرُوۡمِ
(আয-যারিয়াত - ১৯)
এবং তাদের ধন-সম্পদে প্রার্থী ও বঞ্চিতের হক ছিল।

৩. কোন গুরুত্বপূর্ণ কাজে মনোনিবেশ করতে ওজু বড়ই সহায়ক।
টেলিভিশন ও মোবাইল বর্জন করা হলে মনোযোগ একমুখী হবে ইনশাআল্লাহ।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন