প্রশ্নঃ ৩৮৩১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাপ যদি সন্তানের কাছে ওয়াদা করে সন্তানের বাড়ি লিখে নেয় এই বলে যে তোর বাড়ি আমার কাছে আমানত হিসেবে রাখ। যখন তোর প্রয়োজন হবে তখন তোর আমানত তোকে ফেরত দিব। সন্তান তার কথা মত তার বাপ কে তার সমস্ত সম্পত্তির 60% তার বাবার নামে লেখে দেয়। কিন্তু এখন তার বাবা সম্পূর্ণ অস্বীকার করে যে সে এরকম কোনো ওয়াদা করে নি। আর বলে যে সে তার সন্তান এর পিছনে ছোট বেলা থেকে এই পর্যন্ত যত খরচ করেছে এটা সেই খরচ হিসেবে তার প্রাপ্য। এমনকি সন্তান যে বাড়িতে থাকে তার একটি ফ্লোর পুরা দখল করে। সে তার ছেলেকে কোনো ভাগ দেয় না। এখন বলে যে তোমাকে যদি দিয়ে দিই তো আমার মেয়েদের কি হবে। আর যখন তার সন্তান তার সাথে কথা কাটা কটি হয় তখন বলে যে তারা এই বাড়ি ছেড়ে অন্য কোথাও ভাড়া থাকবে। এবং তার যে সম্পত্তি তার থেকে তার ছেলে কিছু পাবে না। এখন হযরত আপনি বলুন ছেলের কি করা উচিত। তার আল্লাহ কি এত বড় অবিচার করবে সেই ছেলের সাথে? আরো অনেক কথা ছিল বলা হলো না। যদি আপনার সময় হয় তো আমাকে একটা মিসকল দিয়েন। আমি আপনাকে কল দিব। ০১৭৭৫০০৩৫৫৬
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
পিতা মাতার অধিকার সন্তানের উপর অত্যাধিক। এমনকি কোন পিতা যদি তার সন্তানকে হত্যা করে, বিচারক ছেলের হত্যার বদলায় পিতাকে হত্যা করবে না।
সন্তানের সমুদয় সম্পত্তি পিতার সম্পত্তি বলেই আল্লাহ তাআলার কাছে গণ্য হয়। বিধায় আপনার বাবা আপনার থেকে ৬০% সম্পত্তি নেওয়া জুলুম বলা যাবে না।
তদুপরি আল্লাহ তায়ালার কাছে সুষ্ঠু সমাধানের জন্য প্রতিদিন দু'রাকাআত সালাতুল হাজত পড়ে দোয়া করুন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا حَبِيبٌ الْمُعَلِّمُ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَجُلاً، أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِي مَالاً وَوَلَدًا وَإِنَّ وَالِدِي يَجْتَاحُ مَالِي . قَالَ " أَنْتَ وَمَالُكَ لِوَالِدِكَ إِنَّ أَوْلاَدَكُمْ مِنْ أَطْيَبِ كَسْبِكُمْ فَكُلُوا مِنْ كَسْبِ أَوْلاَدِكُمْ " .
‘আমর ইবনু শুআইব (রহঃ) হতে পর্যায়ক্রমে তার পিতা ও দাদা থেকে বর্ণিতঃ:
এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট এসে বললো,
হে আল্লাহর রাসূল! আমার সম্পদও আছে সন্তানও আছে। আমার পিতা আমার সম্পদের মুখাপেক্ষী। তিনি বলেনঃ তুমি এবং তোমার সম্পদ উভয়ই তোমার পিতার। তোমাদের সন্তান তোমাদের জন্য সর্বোত্তম উপার্জন। সুতরাং তোমরা তোমাদের সন্তানদের উপার্জন খাবে।
সুনানে আবু দাউদ, হাদিস নং ৩৫৩০
হাদিসের মান: হাসান সহিহ
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন