আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

মসজিদের পানি বাসায় নিয়া যাওয়া যাবে?

প্রশ্নঃ ৩৬৬২০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রশঃ মসজিদে যে খাওয়ার পানির ব্যাবস্থা থাকে,সেখান থেকে বোতলে ভরে বাসায় পানি নেওয়া যাবে কি!

২৪ জুলাই, ২০২৩
টুঙ্গিপাড়া

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


মসজিদের পানি ওয়াকফকারীর শর্তের উপর নির্ভর। যদি ওয়াকিফ পানির ব্যবস্থাপনাকারী বা মসজিদ কমিটি শুধুমাত্র মসজিদের জন্য পানি দিয়ে থাকে এবং বাইরে নেওয়ার অনুমতি না থাকে তবে ব্যক্তিগত ব্যবহারের জন্য এই পানি মসজিদের বাইরে (বাড়ি ইত্যাদি) নেওয়া বৈধ নয়। আর যদি ওয়াকিফ ও মসজিদ কমিটির অনুমতি থাকে যে তা ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে, তাহলে মসজিদের পানি অন্য জায়গায় নিয়ে যাওয়াও জায়েজ।

তবে উত্তম হচ্ছে, প্রয়োজনের সময় পানি ব্যবহার করলে, এর ন্যায্য মূল্য মসজিদে দান করে দেওয়া।


الفتاوى الهندية (5/ 341):

"شرب الماء من السقاية جائز للغني والفقير، كذا في الخلاصة. ويكره رفع الجرة من السقاية وحملها إلى منزله؛ لأنه وضع للشرب لا للحمل، كذا في محيط السرخسي. وحمل ماء السقاية إلى أهله إن كان مأذونا للحمل يجوز وإلا فلا، كذا في الوجيز للكردري في المتفرقات."

والله اعلم بالصواب

মুফতি জাওয়াদ তাহের মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন