আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে?

প্রশ্নঃ ৩৬৪৪৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সিলিং ফ্যান এর বাতাসের জন্য পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে?

১৯ জুলাই, ২০২৩
হাটহাজারী

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
فَإِذَا أَتَى أَحَدُكُمُ الْغَائِطَ، فَلَا يَسْتَقْبِلِ الْقِبْلَةَ، وَلَا يَسْتَدْبِرْهَا
তোমাদের কেউ পায়খানায় গেলে কিবলামুখী হয়ে বসবে না এবং কিবলার দিকে পিঠ দিয়েও বসবে না। (মুসলিম,পবিত্রতা অধ্যায়)
এ হাদিস থেকে বোঝা যায়, কা’বা শরীফের অসম্মান হয়; এমন কাজ শরিয়ত পসন্দ করে না। একারণে ফকিহগণ কা’বার দিকে পা দিয়ে ঘুমাতে নিষেধ করেছেন।
হানাফী মাযহাবের প্রসিদ্ধ কিতাব ফাতওয়ায়ে আলমগিরীতে আছে,
وَيُكْرَهُ مَدُّ الرِّجْلَيْنِ إلَى الْكَعْبَةِ فِي النَّوْمِ وَغَيْرِهِ عَمْدًا
ইচ্ছাকৃতভাবে ঘুমন্ত অবস্থায় অথবা অন্য কোন অবস্থায় কাবা শরীফের দিকে পা দেয়া মাকরূহ। (ফাতওয়ায়ে আলমগিরী ৫/৩১৯, ফাতওয়ায়ে মাহমুদিয়া ২৯/১৭৪)

والله اعلم بالصواب

শাইখ উমায়ের কোব্বাদী সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন