আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৩৬০২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম।আমি এবং আমার স্ত্রী সমবয়সী।আমরা স্কুল জীবন শেষ করেই বিয়ে করেছি।আমাদের মাঝে প্রায় ই ঝগড়া হয়।ঝগড়ার মাঝে আমি এবং আমার স্ত্রী দুইজনই দুইজনকে ছেড়ে দেওয়ার কথা প্রায় ই বলি।তালাক শব্দটাও আমি প্রায় কয়েকবার উচ্চারন করেছি।কিন্তু তালাক সম্পর্কিত কোন মাসাইল আমার আগে জানা ছিল না।সেক্ষেত্রে কি তালাক হয়ে গেছে।আর হয়ে গেলে আমার কি করনীয়?

১৫ নভেম্বর, ২০২০
Dhaka

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


তালাকের মাসআলা বলার জন্য এটুকু বর্ণনা যথেষ্ট নয়। আপনি আপনার স্ত্রীর সঙ্গে ঝগড়ার সময় "তলাক্ব" কীভাবে উচ্চারণ করেছেন? যদি স্ত্রীকে সরাসরি সম্বোধন করে বলে থাকেন "তোমাকে তালাক" "তুই তালাক" তবে তালাক হয়ে গেছে।
যদি তালাক দিব, (ভবিষ্যতে) তালাক দিব এই ধরনের শব্দ বা মর্ম বুঝিয়ে থাকেন, সেক্ষেত্রে তালাক হয়নি।
তালাক দিব বলার দ্বারা আপনার স্ত্রীর উপর কোনো তালাক পতিত হয়নি। কেননা ঐ বাক্যে স্ত্রীকে পরবর্তীতে তালাক দেওয়া হবে, শুধু এতটুকুই বলা হয়েছে। কিন্তু পরবর্তীতে কোনো তালাক দেওয়া হয়নি।

প্রকাশ থাকে যে, তালাক শরীয়তের দৃষ্টিতে ঘৃণ্যতম বিষয়। মা-বাবা আদেশ করলেও যথাযথ কারণ ছাড়া তালাক দেওয়া যাবে না। বর্তমান সময়ে তালাক স্ত্রীর প্রতি অনেক ক্ষেত্রে যুলুম। উভয় পরিবারে ফেতনারও কারণ হয়ে যায়। তাই শুধু ঝগড়া-ঝাটির কারণে স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া ঠিক নয়। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে।

ফাতাওয়া হিন্দিয়া ১/৩৮৪
তানকীহুল ফাতাওয়াল হামীদিয়া ১/৩৮

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন