আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

কুরবানীর নিসাবে এক বছর পূর্ণ হওয়া কি জরুরি?

প্রশ্নঃ ৩৫৮০৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সম্মানিত মুফতি সাহেবগণ! আমার প্রশ্ন হল: কুরবানী দেওয়ার ক্ষেত্রে গচ্ছিত সম্পদ ধারাবাহিকভাবে এক বছর পূর্ণ হতে হবে কিনা এবং এই মুহূর্তে যদি কারো কাছে ৬০০০০ টাকা থাকে এবং অন্য কোন সম্পদ তার নাই অর্থাৎ কোন জমি নাই গচ্ছিত অন্য কোন সম্পদ নাই। এমতাবস্থায় তার উপরে এই মুহূর্তে কোরবানি ওয়াজিব হবে কিনা? একটু দ্রুত জানিয়ে বাধিত করবেন।

২৮ জুন, ২০২৩
আলমডাঙ্গা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


যাকাতের নিসাবের মালিক হওয়ার পর এক বছর অতিক্রম করতে হয়। পক্ষান্তরে কুরবানীর নেসাবের ক্ষেত্রে বছর অতিক্রম করা শর্ত নয়। বরং জিলহজের ১০ তারিখ ফজর থেকে ১২ ই জিলহজ সূর্যাস্ত সময়ের মধ্যে যেকোনো সময় নিসাবের মালিক হলে তার ওপর কুরবানী ওয়াজিব হয়ে যাবে। বছর অতিক্রম হয়েছে কি হয় নি; তা দেখা হবে না। (আহসানুল ফাতাওয়া ৭/৫০৬)
আর টাকা বা অন্যান্য সম্পদের ক্ষেত্রে নিসাব হলো সাড়ে বায়ান্ন ভরি রুপার মূল্য সমপরিমাণ হাওয়া। সুতরাং সাড়ে বায়ান্ন ভরি রুপার মূল্য জেনে নিবেন। তাহলে আপনি নিজেই বলতে পারবেন যে, আপানার ওপর কুরবানী ওয়াজিব হয়েছে কিনা।

والله اعلم بالصواب

শাইখ উমায়ের কোব্বাদী সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন