আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৩৫২৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার দেড় বছর বয়সী একটা ছেলে বাবু আছে। আমার ছেলে খুব চঞ্চল প্রকৃতির। বাবু হওয়ার পর থেকেই নামাজ আর কোরান পড়ায় অনেক গাফেল হয়ে গিয়েছি। যখনই নামাজ বা কোরান পড়তে বসি তখনই ছেলের চঞ্চলতা আরো কয়েক গুণ বেড়ে যায়। আমার তখন খুব আফসোস হয়। ওর সাথে আমি অনেক রাগ করি, মাঝে মধ্যে মারিও। আবার তার জন্য খুব অনুতপ্ত হই। কিন্তু ওর চঞ্চলতার সাথে আমি পেরে উঠি না। আমার খুব কষ্ট হয় সামলাতে ওকে। ওর দুষ্টুমির জন্য মানুষ আমাকে অনেক কথাও শুনায়। তখন ওর জন্য আরও মায়া ও কষ্ট লাগে। ১. ওর দুষ্টুমি কি করে কমাই? যদিও সকাল বিকেল আয়তুল কুরসি ৩ কুল পরে ফু দেয়ার চেষ্টা করি। ২. ওর দিকে খেয়াল রেখে কি করে নামাজ আর কোরান পড়ায় সময় বেশি দেই?৩. আমি যে আমার বাবুটাকে মারি, এতে কি আমার গুনাহ হবে? নিজেকে কি করে শুধরাবো ?,

১২ নভেম্বর, ২০২০

ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


রাগান্বিত অবস্থায় শিশুদেরকে প্রহার করা কখনই উচিত নয়। কেননা রাগের সময় প্রহারের মাত্রা ঠিক রাখা সম্ভব হয় না। বেইনসাফি হয়ে যায়।
মনে রাখতে হবে, ছোট বাচ্চারা শিশুসুলভ আচরণ করবেই। এতে বড়দের বিরক্ত হওয়া ঠিক নয়। ছোট বাচ্চাদের চঞ্চলতা তাদের মেধাবী হওয়ার নিদর্শন।
অতএব প্রতিবন্ধকতার মধ্য দিয়ে নামাজ-কুরআন তিলাওয়াতে মনোযোগী হোন।
বাচ্চাদের নিরাপত্তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেখানো দোয়া আমল করুন।
أُعِيذُكَ بِكَلِمَاتِ اللهِ التَّمَّاتِ مِنْ كُلِّ شَيطَانٍ وَّهامَّةٍ وَمِن كُلِّ عَينٍ لامَّةٍ.
অর্থ : আমি তোমাকে আল্লাহর পরিপূর্ণ কালিমার আশ্রয় দিচ্ছি সকল শয়তান ও ক্ষতিকর প্রাণী থেকে এবং তীর্যক দৃষ্টি থেকে।


عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَوِّذُ الْحَسَنَ، وَالْحُسَيْنَ، فَيَقُولُ : " أُعِيذُكُمَا بِكَلِمَةِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ ". ثُمَّ يَقُولُ : " هَكَذَا كَانَ أَبِي إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلَامُ يُعَوِّذُ إِسْمَاعِيلَ وَإِسْحَاقَ عَلَيْهِمَا السَّلَامُ ".
মুসনাদ আহমাদ ২৪৩৪

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য ()

কোনো মন্তব্য নেই।

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

৩৭৮১৮

অবৈধ সম্পদ কাজে খাটিয়ে উপার্জিত সম্পদের হুকুম


২১ সেপ্টেম্বর, ২০২৩

C২৫৬+RCX

question and answer icon

উত্তর দিয়েছেনঃ ইসহাক মাহমুদ

৫১১৪০

লোগো হিসেবে Caduceus এবং প্রেসক্রিপশনে Rx ব্যবহারের বিধান


৩ জুন, ২০২৪

৯M৮F+P৯২

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতী হিফজুর রহমান

৪১৮৪৬

চিঠিপত্রে বা ম্যাসেজে পাঠানো সালামের জবাব


৩০ সেপ্টেম্বর, ২০২৩

নামবিহীন রাস্তা

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতি সাইদুজ্জামান কাসেমি

৩৪২১৮

তাওবা নাসুহাহ


৬ জুন, ২০২৩

লৌহজং

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতি মোহাম্মদ আমীর হোসাইন

Logoমুসলিম বাংলা
play storeapp store
TopOfStack Software © 2025 All rights reserved. Privacy Policy