আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৩৪৭৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার দাদার মৃত্যু বার্ষিকী উপলক্ষে আমার বাবা মিলাদ দিতে চাচ্ছে। আমি বললাম, মিলাদ এটা করা ঠিক না। এটা বিদআত। কিন্তু আমার বাবা তা শুনে না। এখন আমার করণীয় কি? আবার আমাকে বলছে কিছু লোককে মিলাদের জন্য দাওয়াত দিতে, আমি বলছি আমি পারবো না। এখন বাবার কথা না শুনায় কি আমার গুনাহ হবে? আর আমার করণীয় কি?

৫ নভেম্বর, ২০২০
Jashai

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


আল্লাহ ও তাঁর রসূলের হুকুমের মধ্যে থেকে পিতা-মাতার আনুগত্য করা ওয়াজিব। আল্লাহ তায়ালার অবাধ্য হয়ে পিতা-মাতার হুকুম পালন করা জায়েজ নয়।
সুতরাং বিদআত করার জন্য পিতার হুকুম মানতে আপনি বাধ্য নন। এতে আপনার গুনাহ হবে না ইনশাআল্লাহ।
عَنْ عِرْبَاضِ بْنِ سَارِيَةَ قَالَ : صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْفَجْرَ، ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا، فَوَعَظَنَا مَوْعِظَةً بَلِيغَةً ذَرَفَتْ لَهَا الْأَعْيُنُ، وَوَجِلَتْ مِنْهَا الْقُلُوبُ، قُلْنَا، أَوْ قَالُوا : يَا رَسُولَ اللَّهِ، كَأَنَّ هَذِهِ مَوْعِظَةُ مُوَدِّعٍ، فَأَوْصِنَا. قَالَ : " أُوصِيكُمْ بِتَقْوَى اللَّهِ، وَالسَّمْعِ وَالطَّاعَةِ، وَإِنْ كَانَ عَبْدًا حَبَشِيًّا، فَإِنَّهُ مَنْ يَعِشْ مِنْكُمْ يَرَى بَعْدِي اخْتِلَافًا كَثِيرًا، فَعَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ، وَعَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ ، وَإِيَّاكُمْ وَمُحْدَثَاتِ الْأُمُورِ ؛ فَإِنَّ كُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٌ، وَإِنَّ كُلَّ بِدْعَةٍ ضَلَالَةٌ ".
মুসনাদ আহমাদ ১৭১৪৪

عَنْ عَلِيٍّ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " لَا طَاعَةَ لِمَخْلُوقٍ فِي مَعْصِيَةِ اللَّهِ عَزَّ وَجَلَّ ".
মুসনাদ আহমাদ ১০৯৫

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন