আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

স্ত্রী শ্বশুর শাশুড়ীকে মেনে নিতে চায় না

প্রশ্নঃ ৩৪০৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আমার বাবা মার একমাত্র সন্তান। বাবা মা'র সাথে, তাদের বাসাতেই থাকি। এখানে ৩টা ফ্ল্যাট এর ভাড়া এবং আমার বেতন দিয়ে আমাদের সংসার চলে। বাবা মা, দুই জনেরই বয়স ৭০+ এবং ভীষণ অসুস্থ। আমার একটি ছেলে আছে ৬ বছরের। সমস্যা হচ্ছে, আমার স্ত্রী, অনেক দিন / বছর ধরেই আমার বাবা মা'র বেশ কিছু আচরণ মেনে নিতে পারছে না। প্রতি ১/২ বছর পর পর ঝগড়া বিবাদ হয়। এসব ঝগড়ায় আমার বাবা বা মারও যে কিছু বাড়াবাড়ি থাকে না, এমন নয়। কারণ, তারাও আমার ব্যাপারে মাত্রাতিরিক্ত চিন্তা করেন। শেষবার যা ঘটেছে, আমার স্ত্রী বেশি রাগ দেখিয়েছে এবং আমার বাবা মাকে যখন বকছিল, আমি সহ্যশক্তি হারিয়ে, জোর করে ধরে, অনেকটা মারের মতো করে ঘরে টেনে নিয়ে যাই। আমার ছেলের দিকে তাকিয়ে, আমার বাবা মা কিছু বলছেনা। শুধু আমার স্ত্রী র কথা বলা বন্ধ। আমার সাথেও খুব স্বাভাবিক ব্যবহার নাই আমার স্ত্রীর। তার কথায়, আমার মারের মতো আচরণের কারণে স্বাভাবিক হতে সময় লাগবে। আমার প্রশ্নঃ১। আমার এ অবস্থায় কি করা উচিত?২। আমার স্ত্রী আমার সন্তান কে নিয়ে তার বাবার বাসায় চলে যেতে চায়, আলাদা থাকার জন্য, এটা কি মেনে নিব?৩। এই অবস্থায় আলাদা থাকার কথা চিন্তা করবো?আমাকে সাহায্য করলে খুব উপকার হয়।

৩১ অক্টোবর, ২০২৩
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


১. বাবা-মায়ের এই বয়সে আপনার খেদমতের প্রতি তারা মুহতাজ।
অতএব তাদের খেদমত করা আপনার জন্য আবশ্যক। অপরদিকে স্ত্রীকে বুঝিয়ে-শুনিয়ে রাখতে পারলে ভালো। নিজে বোঝাতে অপারগ হলে কোন মুত্তাকী, (পরহেজগার) আল্লাওয়ালা আলেমকে দিয়ে বোঝাতে পারেন।
২. স্ত্রীকে বাবার বাড়ি চলে যেতে দেয়া উচিত হবে না।
৩. কোনভাবেই মিল করতে না পারলে স্ত্রীকে নিয়ে আলাদা সংসার করুন। তবে মা বাবার খেদমত নিজে করবেন এবং তাদের খেদমতের জন্য আলাদা লোক রেখে দিবেন।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন