আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

রিয়াজুল জান্নাহ দ্বারা উদ্দেশ্য কী

প্রশ্নঃ ৩৪০৩০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি হজ পালন করার জন্য সৌদি আরবে এসেছি। মক্কায় উমরাহ পালন করে এখন মদিনায় আছি । প্রশ্ন আমি জানি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর রওজা মোবারক হতে মিম্বার পর্যন্ত জায়গাকে রিয়াদ্বুল জান্নাত বা জান্নাতের বাগান বলে ঘোষনা করেছেন । সেখানে জায়গা পেতে অনেক কষ্ট ও ঝামেলা পোহাতে হচ্ছে, আজ গিয়েছিলাম কিন্তু সূযোগ পাইনি , পরে আবার চেষ্টা করব ইনশাল্লাহ। এখন এক ভাই বলছেন যে , এই জান্নাতে প্রবেশ করলে নাকি আখেরাতের জান্নাত কনফার্ম। কেননা আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন জান্নাতে একবার প্রবেশ করলে কেও বের হবেনা । আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থানকে জান্নাতের বাগান বলে ঘোষনা করেছেন।তাই এক কথায়, এই জান্নাতের বাগানে প্রবেশ করলে নাকি আখেরাতের জান্নাত একদম কনফার্ম। প্রথমত , রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থানকে জান্নাতের বাগান বলে কি বুঝাছেন ? পরকালের জান্নাত আর এই রিয়াজুল জান্নাত কী এক ? এখানে সালাত আদায়ের ফজিলত কী , কোন কারনে সেখানে যাওয়া না হলে কোন গুনাহ হবে ? এই বিষয়ে খুব কনফিউজড আছি । আশা‌ করি জিনিসটা কিলিয়ার করবেন। জাজাকাল্লাহু খাইরান,

৩১ মে, ২০২৩

রংপুর

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


باب فَضْلِ مَا بَيْنَ الْقَبْرِ وَالْمِنْبَرِ

1195 - حدثنا عبد الله بن يوسف، أخبرنا مالك، عن عبد الله بن أبي بكر، عن عباد بن تميم، عن عبد الله بن زيد المازني رضي الله عنه: أن رسول الله صلى الله عليه وسلم قال: «ما بين بيتي ومنبري روضة من رياض الجنة»

১১২১। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে যায়দ-মাযিনী (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমার ঘর ও মিম্বর এর মধ্যবর্তী স্থানটুকু জান্নাতের বাগানসমূহের একটি বাগান।

—সহীহ বুখারী, হাদীস নং ১১২১ (আন্তর্জাতিক নং ১১৯৫)

তাহকীক: তাহকীক নিষ্প্রয়োজন

বর্ণনাকারী: আব্দুল্লাহ ইবনে যায়দ মাযিনী (রাঃ) (মৃত্যু ৬৩ হিজরী)

এই হাদীসের ব্যখ্যায় মুহাদ্দিসীনে কেরাম লেখেন,
রিয়াজুল জান্নায় ইবাদত করার দ্বারা জান্নাতের বাগানসমূহের একটি বাগানের মালিক হয়ে যাবে। তাই যদ্দুর সম্ভভ, সেখানে গিয়ে ইবাদতের চেষ্টা করা উচিত। যাতে করে জান্নাতের বাগানের মালিক হ‌ওয়া যায়। কিন্তু ওখানে কেউ না গেলে কোনো সমস্যা হবে না।

কোনো মুহাদ্দিসগণ বলেন, রিয়াজুল জান্নাতের এই জমিন কে জান্নাতে নিয়ে যাওয়া হবে। যেহেতু এটি জান্নাতের যমিন আর পরবর্তীতে তা জান্নাতেই ফিরিয়ে নেওয়া হবে। তাই তাকে জান্নাতের বাগান বলা হয়েছে। যেমন, হাজরে আস‌ওয়াদ জান্নাতের পাথর। আবার পুনরায় তাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। তাই ঐ পাথরকে জান্নাতী পাথর বলা হয়ে থাকে।

কিন্তু যারা বলে এই জায়গায় প্রবেশ করলে জান্নাত কনফার্ম হয়ে গেছে, তাদের কথা সঠিক নয়। এমন উদ্ভট ব্যখ্যা সহীহ রেওয়াতে বর্ণিত হয়নি।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ মুফতী সিরাজুল ইসলাম
খতীব, বাইতুল মামুর জামে মসজিদ, মিরাশপাড়া গাজীপুর

মন্তব্য ()

কোনো মন্তব্য নেই।

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

৭৭৬৭৬

মাসজিদুল হারামে ইমাম সাহেব যেখানে দাঁড়ান তাঁর চেয়ে এগিয়ে দাঁড়ানো যাবে?


২০ ফেব্রুয়ারী, ২০২৫

ঢাকা ১২০৮

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতী নাঈম সিদ্দীকী বিন আব্দুস সাত্তার

Logoমুসলিম বাংলা
play storeapp store
TopOfStack Software © 2025 All rights reserved. Privacy Policy