ঘুষ দিয়ে সরকারী রুট পারমিট লঙ্ঘন করে অর্থোপার্জন করা
প্রশ্নঃ ৩৩৩৭০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ হযরত আমি মোঃ শামীম বলছি। হুযূর আমি সি এন জি গাড়িচালক, গাড়ি চালানোর সীমানা সিলেট সড়ক বিভাগ পর্যন্ত অথচ প্রতি দিন আমাদের ষ্টেন থেকে শত শত গাড়িচালক প্রয়োজনে গাড়ি নিয়ে সুনামগঞ্জ সড়ক বিভাগে যেতে হয় কারণ হিসাবে সেখানে ষ্টেন, তার জন্য প্রতি মাসে পুলিশ টুকুন কিনতে হয় এক মাসের জন্য ২০০ টাকা। ২০০ টাকা দিয়ে পুলিশ টুকুন কিনতে আমাদের কোনো অসুবিধা হয় না, এর মাধ্যমে এক মাস গাড়ি চালিয়ে অনেক টাকা উপার্জন হবে, এতে আমাদের অনেক উপকার হয়। হযরত আমি জানতে চাচ্ছি যে এভাবে উপার্জন করা হালাল হবে নাকি হারাম, যায়েজ হবে নাকি নাযায়েজ, ২০০ টাকা দেওয়া বৈধ হবে নাকি অবৈধ।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
রাষ্ট্র ও জনগণের নিরাপত্তা এবং শৃঙ্খলার স্বার্থে শরীয়তের গণ্ডির মধ্যে যেসব আইন সরকার করে থাকে সেগুলো মানা ওয়াজিব
اطيعوا الله واطيعوا الرسول واولي الامر منكم
এই আয়াতের আলোকে শরীয়তের গণ্ডির মধ্যে থেকে সরকারি আইন মানা ওয়াজিব সাব্যস্ত হয়।
পাবলিক ট্রান্সপোর্টের জন্য সরকার কর্তৃক এলাকা নির্ধারণ করে দেওয়া, রুট সীমিত করে দেওয়া, রাষ্ট্র ও জনগণের শৃঙ্খলার জন্য জরুরী। গাড়ি চালকরা তাদের নির্দিষ্ট এলাকার মধ্যে থাকা জরুরী।
পাবলিক ট্রান্সপোর্টের এরিয়া বৃদ্ধির জন্য যথাযথ কর্তৃপক্ষ থেকে অনুমোদন আনতে তার পিছনে টাকা ব্যয় করা জায়েজ।
যথাযথ কর্তৃপক্ষ বাদ দিয়ে দুর্নীতিবাজ পুলিশ কিংবা স্থানীয় লিডারদের টাকা পয়সা দিয়ে নীতিমালা ভঙ্গ করে মাসোহারা দেওয়া, এর বিনিময়ে টোকেন গ্রহন করে নির্দিষ্ট রুট অতিক্রম করা জায়েজ নাই। কেননা এতে দুই ধরনের অন্যায় হয়। প্রথমত দুর্নীতিবাজ পুলিশ ও এলাকার লিডারদের হারাম 'কামাইয়ের' পথ খুলে দেওয়া হয়।
দ্বিতীয়ত, ড্রাইভার নিজে ঘুষ দেওয়ার গুনাহে লিপ্ত হয়। উভয়টিই কবিরা গুনাহ।
উল্লেখ্য, রুটের বাহিরে গিয়ে যে কামাই করা হয় সেটি হারাম হবে না। কেননা সেটা তার পরিশ্রমের টাকা।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنْ عَمَّتِهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " إِنَّ أَطْيَبَ مَا أَكَلْتُمْ مِنْ كَسْبِكُمْ وَإِنَّ أَوْلاَدَكُمْ مِنْ كَسْبِكُمْ " .
২২৯০। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) …….. 'আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা যা খাও তারমধ্যে উত্তম খাবার হলো তোমাদের নিজস্ব উপার্জন। আর তোমাদের সন্তানও তোমাদের উপার্জনের অন্তর্ভুক্ত।
—সুনানে ইবনে মাজা', হাদীস নং ২২৯০ (আন্তর্জাতিক নং ২২৯০)
বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন আয়েশা (রাঃ) (মৃত্যু ৫৭/৫৮ হিজরী)
রাষ্টের নাগরিক হিসাবে শরীয়ত বিরোধী আঈন ব্যতীত বাকি নিয়ম-কানুন মানা আমাদের ওপর অপরিহার্জ। সড়ক বিভাগের যেসব নিয়ম-কানুন রয়েছে তা সবার কল্যাণের জন্য করা হয়েছে। তাই সরকারীভাবে এক জেলার সি এন জি অন্য জেলায় যাওয়া নিষেধ। রাষ্টের নাগরিক হিসেবে এটি আমার মানা জরুরি। তাই এসব কারণে আপনি নিয়ম ভঙ্গ করায় গুনাহগার হবেন।এই অবৈধ সুবিধা পাওয়ার জন্য ২০০ দেওয়া ও নেওয়া দুটোই নাজায়েজ। এজন্য ভবিষতে এসব থেকে নিজেকে বিরত রাখবেন। প্রয়োজনে যেসব গাড়ি সব রুটে চলার অনুমতি আছে সেগুলো চালাবেন। ইনশাআল্লাহ সঠিক পথে চললে আল্লাহ আপনার রিজিকে বরকত দান করবেন।
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন