আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

সাদকা ও হাদীয়ার মধ্যে পার্থক্য ?

প্রশ্নঃ ৩২৭৫৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্ন ১ নফল সাদকা আর হাদিয়ার পার্থক্য কি? ২' নবী পরিবারের উপর যাকাত খাওয়া হারাম, তবে কি নফল সাদকা খাওয়া জায়েজ?

১৮ এপ্রিল, ২০২৩
Jeddah

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


মুহতারাম, সাদকা ও হাদীয়ার মধ্যে পার্থক্য আছে।

সাদকা হলো, এমন অর্থ যা নির্দিষ্ট শ্রেণী তথা ফকীর-মিসকীনদেরকে দেয়া হয় তাদের প্রয়োজন পূরণ করার জন্য এবং এতে দাতার উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্টি ও সাওয়াব অর্জন করা।

পক্ষান্তরে, হাদীয়া এসকল শর্তের আওতামুক্ত।
হাদীয়া ধনী গরীব নির্বিশেষে যেকোন শ্রেণীর লোককে দেয়া হয় এবং তা তার প্রয়োজন পূরণের জন্য নয় বরং পরস্পরে হৃদ্যতা আন্তরিকতা তৈরি ও বাড়ানো উদ্দেশ্য হয়ে থাকে।

হাদীসে এসেছে, হযরত আবু হুরায়রা (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেনঃ তোমরা পরস্পরে হাদিয়া বিনিময় করবে তাহলে তোমাদের পরস্পরের মধ্যে হৃদ্যতা-ভালবাসার সৃষ্টি হবে।

حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا ضِمَامُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ‏:‏ سَمِعْتُ مُوسَى بْنَ وَرْدَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَقُولُ‏:‏ تَهَادُوا تَحَابُّوا‏.‏

আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ (আল-আদাবুল মুফরাদ)
হাদিস নং: ৫৯৬
হাদিসের লিংকঃ https://muslimbangla.com/hadith/83575

এক সাথে একাধিক প্রশ্ন করা থেকে বিরত থাকুন। ২য় প্রশ্নটি আলাদাভাবে করুন।

والله اعلم بالصواب

মুসলিম বাংলা ইফতা বিভাগ
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন