আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

তাওবার সহজ নিয়ম

প্রশ্নঃ ৩২৬৬৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তওবা কিভাবে করবো? আমার দ্বীনি বিষয়ে জ্ঞান খুব। তাই সহজ ভাষায় বলার অনুরোধ। আমার জন্য দোয়া করবেন।

৮ এপ্রিল, ২০২৩
ঢাকা ১২১৯

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


তাওবার মূল হল, লজ্জিত হওয়া। এমনকি সহিহ বুখারীর সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাগ্রন্থ ফাতহুল বারীতে এসেছে, মাশায়েখগণ এও বলেছেন,
يَكْفِي فِي التَّوْبَةِ تَحَقُّقُ النَّدَمِ
লজ্জিত হওয়াটা পাওয়া গেলেই চলবে, তাওবা হয়ে যাবে।
হাদিসেও আছে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
النَّدَمُ تَوْبَةٌ
লজ্জিত হওয়াটাই তাওবা। (সহিহ ইবন হিব্বান ২/৩৭৯)
সুতরাং আল্লাহর কাছে অনুতপ্ত ও লজ্জিত হয়ে তাওবা করুন এবং তাওবা করেছেন; এটা বুঝানোর জন্য অধিকহারে ইস্তেগফার করুন। ভবিষ্যতে আর পাপকর্মে লিপ্ত হবেন না বলে দৃঢ় সংকল্প করুন। পাপকর্মে পুনরায় জড়িয়ে পড়া থেকে পরিপূর্ণ সতর্ক থাকুন। নেক কাজের প্রতি মনোযোগী হোন এবং তাওবা করার সময় আল্লাহ তাআলার রহমতের আশা রাখুন। আল্লাহওয়ালাদের সোহবত গ্রহন করুন। এতে নফস নিয়ন্ত্রণ করা এবং তাওবার উপর অটল থাকা সহজ হবে। আল্লাহ তাআলা বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اتَّقُواْ اللّهَ وَكُونُواْ مَعَ الصَّادِقِينَ
হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের সাথে থাক। (সূরা আত তাওবাহ ১১৯)

والله اعلم بالصواب

শাইখ উমায়ের কোব্বাদী সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন