আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

শিশুদের মসজিদে গমন

প্রশ্নঃ ২৭৭০২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ছোট বাচ্চাদের মসজিদে নিয়ে গেলে তারা চিল্লা-চিল্লি করে,এতে করে কিছু মানুষ খুব রাগ দেখিয়ে বলে ছোট বাচ্চাদের মসজিদে না নিয়ে যেতে। সে ক্ষেত্রে আমাদের কি করনিয়? ছোট বাচ্চারা মসজিদে গেলে চিল্লাচিল্লি করে এটাতে ইসলামে কেমন কি বলা আছে,খারাপ কিছু নাকি ভালো কিছু? মেহেরবানী করে জানাবেন শীঘ্রই।

২৪ জানুয়ারী, ২০২৩
আত্রাই

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


ছোট বাচ্চাদের এমনভাবে মসজিদ থেকে বারণ করা উচিত নয় যাতে তারা মসজিদ এবং নামাজ থেকে মুখ ফিরিয়ে নেয় অথবা মসজিদে আসতে ভয় পায়। বরং ছোটদের মসজিদে আসতে সুযোগ দেওয়া উচিত। সেক্ষেত্রে পদ্ধতিটা একটু পরিবর্তন করতে পারলেই শিশুরা দুষ্টুমি ছেড়ে দিবে। অভিভাবকদের তত্বাবধানে যদি শিশুরা মসজিদে আসে তাহলে অভিবাবক তাকে নিয়ে মসজিদের এক পাশে দাঁড়াতে পারেন। তারা যেন কথা না বলে অথবা বড়দের নামাজে ক্ষতি না করে এব্যাপারে তাদের বুঝানো উচিত। প্রয়োজনে এভাবে করা যেতে পারে যে "যারা মসজিদে এসে দুষ্টুমি করবে না তাদের চকলেট দেওয়া হবে"। এভাবে কিছুদিন করলেই ইনশাআল্লাহ তারা শুধরে যাবে।

দুষ্টুমি করা শিশুদেরই কাজ। বড়দের উচিত তাদের খুনসুটিগুলোকে সুন্দরকরে ঘুরিয়ে দেওয়া। আমাদের বিশেষত গ্রামের মসজিদগুলোতে অধিকাংশ ক্ষেত্রেই ছোটদের সাথে রূঢ় আচরণ করা হয়। যা অবশ্যই পরিত্যাজ্য।

কিন্তু যদি শিশুর বয়স অত্যাধিক কম হয় এবং নামাজের মধ্যেই সে কান্নাকাটি জুড়ে দেয় তাহলে এজাতীয় শিশুদের মসজিদে আনবে না। কেননা হাদিস শরীফে ইরশাদ হয়েছে,

عَنْ وَاثِلَةَ بْنِ الأَسْقَعِ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " جَنِّبُوا مَسَاجِدَكُمْ صِبْيَانَكُمْ وَمَجَانِينَكُمْ وَشِرَارَكُمْ وَبَيْعَكُمْ وَخُصُومَاتِكُمْ وَرَفْعَ أَصْوَاتِكُمْ وَإِقَامَةَ حُدُودِكُمْ وَسَلَّ سُيُوفِكُمْ وَاتَّخِذُوا عَلَى أَبْوَابِهَا الْمَطَاهِرَ وَجَمِّرُوهَا فِي الْجُمَعِ " .
ওয়াসিলা ইবন আসকা' (রা) থেকে বর্ণিত। নবী (সা) বলেছেনঃ তোমরা তোমাদের মসজিদকে অবোধ শিশু, পাগল, দুষ্কৃতকারী, বেচাকেনা, ঝগড়া-বিবাদ, হৈচৈ, হদ কায়েম এবং অস্ত্রশস্ত্রের উত্তোলন থেকে হিফাযতে রাখবে। তোমরা ঘরের দরজার কাছে ইস্তিনজার জন্য ঢিলা–কুলূখ রাখবে এবং জুম'আর দিনে শরীরে সুগন্ধি ব্যবহার করবে।
-(সুনান ‍ইবনে মাজাহ-৭৫০)

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন