আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

বাইয়ে সালামের শর্ত

প্রশ্নঃ ২৭৬৬৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জনাব, মুফতী সাহেব, বর্তমানে আমি ১০ মণ ধান ত্রুয় করতেছি ৮০০০ টাকা দিয়ে। কিন্তু ধান সে এখন আমাকে দেবে না। সে যখন জমি থেকে ধান পাবে (অর্থাৎ ২ থেকে ৩ মাস পর) তখন আমাকে ঐ ধানগুলো দেবে। আমি তাকে অগ্রিম টাকা দিয়ে দিচ্চি। এখন মুফতি সাহেবের কাছে আমার জানার বিষয় হল, আমার উত্ত লেনদেন জায়েজ হবে?

২৪ জানুয়ারী, ২০২৩
নামবিহীন রাস্তা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


সম্মানিত প্রশ্নকারী!
শরীয়তের পরিভাষায় প্রশ্নোক্ত চুক্তিকে ‘বাইয়ে সালাম’ তথা আগাম বেচা-কেনা বলে। কিছু শর্তসাপেক্ষে এ চুক্তি বৈধ। শর্তগুলো হল,

ক. ফসলের গুণগত মান ও পরিমাণ সুনির্দিষ্ট হতে হবে।
খ. ফসল হস্তান্তরের সময় ও স্থান সুনির্ধারিত হতে হবে।
গ. চুক্তির সময়ই ফসলের পুরো মূল্য বিক্রেতাকে বুঝিয়ে দিতে হবে। এবং পরবর্তীতে ফসলের মূল্য বেড়ে গেলে বিক্রেতা অতিরিক্ত টাকা দাবী করতে পারবে না কিংবা ফসল কম দিতে পারবে না। বরং তার কাছে না থাকলেও বাজারে যদি ওই ফসল থাকে তাহলে তাকে সেখান থেকে ক্রয় করে ক্রেতাকে প্রদান করতে হবে।
হাদীস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
مَنْ أَسْلَفَ فِي شَيْءٍ فَلَا يَصْرِفْهُ إِلَى غَيْرِهِ.
যে ব্যক্তি অগ্রিম মূল্যে বাকিতে পণ্য ক্রয় করবে, সে যেন তা অন্য কিছুতে পরিবর্তন না করে। (সুনানে আবু দাউদ, হাদীস ৩৪৬২)
হযরত ইবনে উমর রা. বলেন,
إِذَا سَلَفْتَ فِي شَيْءٍ فَلَا تَأْخُذْ إِلَا رَأْسَ مَالِكَ أَوِ الَذِي سَلَفْتَ فِيهِ.
যদি তুমি অগ্রিম মূল্যে কোনো বাকি পণ্য ক্রয় কর, তবে তোমার মূলধন বা ঐ পণ্য ছাড়া অন্য কিছু গ্রহণ করো না। (মুসান্নাফে আব্দুর রাযযাক, হাদীস ১৪১০৬)

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে যদি এ সকল শর্ত যথাযথভাবে পালিত হয়ে থাকে তাহলে ঐ চুক্তি বৈধ হবে।

-সহীহ বুখারী, হাদীস ২২৪০; কিতাবুল আছল ২/৩৭১; আলমুহীতুল বুরহানী ১০/২৭৭; আদ্দুররুল মুখতার ৫/২১৪

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন