আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

সূর্যোদয়ের কয়েক মিনিট আগে ঘুম থেকে উঠলে ফজর নামাজ পড়ার পদ্ধতি

প্রশ্নঃ ২৭৩২৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যদি আমি তাড়াহুড়া করে ঘুম থেকে উঠে ফজর নামাজ আদায় করে তারপরে যদি দেখি কেবল সূর্য উদয় হচ্ছে তখন ওই নামাজ কি আমার কবুল হবে?

১ জানুয়ারী, ২০২৩
জিয়ানগর

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


সূর্যোদয়ের কয়েক মিনিট আগে ঘুম থেকে ওঠার পর যদি আপনার কাছে মনে হয় যে, আপনি সংক্ষেপে ফজরের সুন্নাত ও ফরজ উভয়টাই সূর্যোদয়ের আগেই আদায় করতে পারবেন তাহলে সুন্নাত ও ফরজ উভয়টাই আদায় করবেন। আর যদি মনে হয় সুন্নাত পড়তে গেলে ইতিমধ্যে সূর্য ওঠে যাবে তাহলে সে ক্ষেত্রে শুধু ফরজ পড়ে নিবেন এবং সুন্নাত সূর্যোদয়ের ১৫-২০ মিনিট পর আদায় করবেন। ফরজ আদায়ের পর সূর্যোদয়ের পূর্বে সুন্নাত আদায় করবেন না। কেননা, রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
مَنْ لمْ يُصَلِّ ركعتَي الفجْرِ ، فلْيُصلِّها بعدَ ما تَطلُعُ الشمْسُ
যে ব্যক্তি ফজরের দুই রাকাআত সুন্নাত (ফরজের পূর্বে) আদায় করতে পারে নি সে সূর্য উঠার পর তা আদায় করবে। (তিরমিযী ৪২৩)
আর কখনো যদি ঘটনাক্রমে সুন্নত পড়ার পর দেখেন যে, সূর্য উঠার প্রায় নিকটবর্তী, তাহলে তখন আর ফরজ পড়বেন না। কেননা সূর্য উঠার সময়ে ফজরের নামাজ পড়লে সেই নামাজ হয় না। (সহীহ মুসলিম ১৩৭৩)

والله اعلم بالصواب

শাইখ উমায়ের কোব্বাদী সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর