আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

বিকাশে ঋণ নিলে ক্যাশআউট খরচ কে বহন করবে?

প্রশ্নঃ ২৭০০১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কাউকে বিকাশ কিংবা নগদে মনে করি, ৫০০০ টাকা দিলাম এখন তার কাছ থেকে টাকা নেওয়ার সময় টাকা উঠানোর খরচ নেওয়া যাবে? কারণ ৫০০০ এ ১০০ টাকা লাগে উঠানোর খরচ।

২৩ জুলাই, ২০২৩
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


ঋণ বা করজে হাসানার পুরো টাকা ঋণদাতার প্রাপ্য। ঋণ দেওয়া-নেওয়ার মধ্যে কোনো খরচ হলে তা ঋণগ্রহীতা বহন করবে; ঋণদাতা নয়। সুতরাং বিকাশের মাধ্যমে ঋণ প্রদান করলে তার ক্যাশ-আউট করার খরচ ঋণগ্রহিতাকেই বহন করতে হবে। ঋণদাতাকে নয়।

কাজেই প্রশ্নোক্ত ক্ষেত্রে ক্যাশআউট করতে যতটুকু খরচ হয় (প্রিয় নম্বরে হাজারে 14.90 টাকা এবং সাধারণ নম্বরে 18.50 টাকা হিসেবে) আপনি তার কাছ থেকে গ্রহন করতে পারবেন। সেই হিসেবে পাঁচ হাজারে সর্বোচ্চ 92.50 টাকা এবং প্রিয় নাম্বারে ক্যাশ আউট করলে 74.50 টাকা গ্রহন করতে পারবেন।
সূত্র: আলমুহিতুল বুরহানি : ১১/৩১৭; ফাতাওয়া হিন্দিয়া, ৪/৩৭২; বাদায়েউস সানায়ি : ৪/২০৯; রাদ্দুল মুহতার : ৫/৬৮২

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন