আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

উত্তরাধিকার লাভের মাধ্যম

প্রশ্নঃ ২৬৭৯৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একজন ব্যক্তির বিবাহিত জীবনে নিজের কোন সন্তানাদি ছিল না কিন্তু জন্মের পর থেকে একজন কন্যা সন্তানকে নিজের সন্তানের মত এবং নিজের সন্তান হিসাবে লালন পালন ও শিক্ষা দীক্ষা প্রদান করেছে এবং ভবিষ্যতে তার বিবাহ শাদী এবং উত্তরাধিকার হিসাবে মনোনীত করেছে এবং তার যে সামান্য একটি ৪ রুমের ফ্লাট আছে সেটা তাকে এবং নিজ স্ত্রীকে সমান হারে প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য ব্যক্তির একভাই তারও কেবল মাত্র একজন ঔরষজাত কন্যা এবং তিন বোন রয়েছে। তারা সবাই যার যার নিজ নিজ সংসারে নিজ নিজ ছেলে মেয়ে সহ নিজ সংসারে ব্যক্ত। কোনদিন ভিক্টিম ব্যক্তিকে কখনো কোন প্রকার যথপোযুক্ত সাহার্য্য সহযোগীতা করেনি। এতে ব্যক্তি তার পালিত কন্যাকে (যে কন্যা নিজেও জানে যে আমরা স্বামী স্ত্রীই তার পিতা মাতা) দান করে দিলে শরীয়তের কোন লংঘন হবে কিনা? পারে কিনা?,

৪ জানুয়ারী, ২০২৩

ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


সম্মানিত প্রশ্নকারী!
শরীয়তের দৃষ্টিতে ওয়ারিস হওয়ার তিনটি মাধ্যম। এক. (الزوجية) বৈবাহিক তথা স্বামী-স্ত্রী সম্পর্ক। দুই. (القرابة) রক্তসূত্র সম্পর্ক। তিন. (الولاء) চুক্তিবদ্ধ বন্ধুত্বের সম্পর্ক। এই তিন প্রকারের সম্পর্ক ছাড়া অন্য কোনো পন্থায় একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির ওয়ারিস হতে পারে না।

ওই মেয়ের সাথে যেহেতু তার এজাতীয় কোনো সম্পর্ক নেই কাজেই ওয়ারিস হিসেবে সে প্রশ্নকারীর সম্পদের মালিকে হবে না।

দ্বিতীয়ত শরীয়তের দৃষ্টিতে প্রত্যেক ওয়ারিসের হিস্যা নির্ধারিত। তার ভাই-বোনেরাও তার ওয়ারিস। তাছাড়া ওয়ারিস হওয়ার জন্য ব্যক্তি জীবনে ভাইবোন পরস্পরের সহযোগিতা শর্ত নয়। কোনো ভাই যদি সারা জীবনও অপর ভাইকে কোনো ধরণের সহযোগিতা নাও করে তবুও তার ইন্তেকালের পর (শরঈ মূলনীতির আলোকে) ওই ভাই মিরাস লাভ করবে।

প্রশ্নোক্ত ব্যক্তি চাইলে ওই মেয়েকে সম্পদ হেবা করতে পারবে। তবে এর মাধ্যমে যদি অন্য ওয়ারিসদের মাহরূম করা উদ্দেশ্য হয় (যেমনটি প্রশ্নোক্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে) তাহলে তা জায়েজ হবে না।

"وعن أنس قال: قال رسول الله صلى الله عليه وسلم: «من قطع ميراث وارثه قطع الله ميراثه من الجنة يوم القيامة» . رواه ابن ماجه."
হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি (অতিরিক্ত ওছিয়ত দ্বারা) ওয়ারিসদের মীরাসের অংশ কাটিয়াছে, কিয়ামতের দিন আল্লাহ্ তা'আলা তাহার জান্নাতের মীরাসের অংশ কাটিবেন। —ইবনে মাজাহ্ ৩০৭৮)

(مشكاة المصابيح، كتاب الفرائض والوصايا، باب الوصايا،الفصل الثالث،رقم الحديث: 3078، ص:266،قديمي)

الدر المختار ميں ہے:

"(و) شرائط صحتها (في الموهوب أن يكون مقبوضا غير مشاع مميزا غير مشغول) .... وفي الأشباه: هبة المشغول لا تجوز."

( الدر المختار مع رد المحتار،كتاب الهبة،691،688/5، سعيد)

https://darulifta-deoband.com/home/ur/inheritance-will/153209

https://www.banuri.edu.pk/readquestion/waaris-ko-mahroom-karny-ki-niat-se-hiba-karna-144308100255/09-03-2022

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ মুফতি সাইদুজ্জামান কাসেমি
শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।

প্রসঙ্গসমূহ:

মন্তব্য ()

কোনো মন্তব্য নেই।

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

৮২৩৪২

সালাতুল মাজুর


১৯ ফেব্রুয়ারী, ২০২৫

কুতুবদিয়া

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতি সাইদুজ্জামান কাসেমি

৮৮১৬৪

প্রাইভেট মাদরাসায় জুমার জামাত


৭ ফেব্রুয়ারী, ২০২৫

নারায়ণগঞ্জ

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতি সাইদুজ্জামান কাসেমি

৯০২৩৩

তোমাদের সন্তানদের সন্ধ্যায় ঘরে আটকিয়ে রাখ এবং কিছু সময়ের পর ছেড়ে দিও এটা কোরান বা হাদীসের কোথাও কি আছে?


২১ ফেব্রুয়ারী, ২০২৫

ঢাকা

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতী নাঈম সিদ্দীকী বিন আব্দুস সাত্তার

৯১৩৮৬

প্রজেক্টর বা ডিজিটাল পর্দার মাধ্যমে বক্তাকে দেখা মহিলাদের কতটুকু শরীয়তসম্মত?


২৮ ফেব্রুয়ারী, ২০২৫

নওগাঁ

question and answer icon

উত্তর দিয়েছেনঃ আল কাউসার

Logoমুসলিম বাংলা
play storeapp store
TopOfStack Software © 2025 All rights reserved. Privacy Policy