আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

স্ত্রী উপভোগের সময় বীর্যপাত না হলে গোসল ফরজ হবে কি?

প্রশ্নঃ ২৬১৭২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্ত্রীর সাথে সহবাস করে যদি বীর্য না বাহির হয় তাহলে কি ফরজ গোসল করা লাগবে?,

৪ ডিসেম্বর, ২০২২

ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


উভয়ের যৌনাঙ্গদ্বয় একত্রিত হওয়ার পর প্রবেশ-করানো সংঘটিত হলে এটাই সঙ্গম বা সহবাস। আর সহবাস পাওয়া গেলেই গোসল ফরজ হয়। বীর্যপাত হওয়া শর্ত নয়। সুতরাং স্বামী এবং স্ত্রীর লজ্জাস্থান একটির সাথে আরেকটির কেবল স্পর্শ করলেও গোসল ফরজ হয় না যতক্ষণ না পুরুষাঙ্গের অগ্রভাগ (মাথা তথা সুপারির মত অংশ) নারীর লজ্জা স্থানে প্রবেশ করে (বীর্যপাত ঘটুক অথবা না ঘটুক)। কেননা, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
‏ إِذَا الْتَقَى الْخِتَانَانِ وَغابت الْحَشَفَةُ فَقَدْ وَجَبَ الْغُسْلُ أنزلَ أو لم يُنزِلْ
যদি খতনার স্থানদ্বয় মিলিত হয় এবং পুরুষাঙ্গের অগ্রভাগ ভিতরে ডুবে যায় তাহলে বীর্যপাত হোক বা না-হোক গোসল ফরজ হবে। (সুনানে আবু দাউদ ২০৯)

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ শাইখ উমায়ের কোব্বাদী
সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর
খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

প্রসঙ্গসমূহ:

মন্তব্য ()

কোনো মন্তব্য নেই।

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

৩১৫৪৪

ফরয গোসল না করে সাহরি খাওয়া যাবে কি?


২৭ মার্চ, ২০২৩

আশুলিয়া ১৩৪৯

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শাইখ উমায়ের কোব্বাদী

৪৩২৯৩

ফরজ গোসলের পর কয়েক ফোটা বীর্য বের হলে করণীয় কী?


১৮ অক্টোবর, ২০২৩

ময়মনসিংহ

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতি জাওয়াদ তাহের

৩১৩৭৭

রোজা অবস্থায় ফরজ গোসল


২৫ জানুয়ারী, ২০২৫

Bogura, Bangladesh

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শাইখ উমায়ের কোব্বাদী

৮৯১৫৬

পিরিয়ড চলাকালীন অজু অবস্থায় থাকার লাভ


১৫ ফেব্রুয়ারী, ২০২৫

চট্টগ্রাম ৪২১৭

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতি সাইদুজ্জামান কাসেমি

Logoমুসলিম বাংলা
play storeapp store
TopOfStack Software © 2025 All rights reserved. Privacy Policy