আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

গর্দান বা ঘাড় মাসেহ করার হুকুম

প্রশ্নঃ ২৬০৭৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, গর্দান বা ঘাড় মাসাহ করার শরয়ী বিধান কি? কুরআন ও হাদীসের আলোকে ব্যাখ্যা দিবেন। আল্লাহ তায়ালা আপনাদের কবুল করুন, আমিন।

৩ ডিসেম্বর, ২০২২
Gareya

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


প্রিয় প্রশ্নকারী ভাই, অজুতে ঘাড় মাসেহ করা মুসতাহাব। হাদীসে এ সংক্রান্ত বিধান এসেছে। যেমন–
হযরত ইবনে উমর রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
مَنْ تَوَضَّأَ وَمَسَحَ بِيَدَيْهِ عَلَى عُنُقِهِ وُقِيَ الْغُلَّ يَوْمَ الْقِيَامَة
যে ব্যক্তি অজু করে এবং উভয় হাত দিয়ে ঘাড় মাসেহ করে, তাহলে তাকে কিয়ামতের দিন [আযাবের] বেড়ি থেকে বাঁচানো হবে।
ইমাম আবুল হাসান ফারেছ রহ. বলেছেন,
وَقَالَ هَذَا إنْ شَاءَ اللَّهُ حَدِيثٌ صَحِيحٌ
ইনশাআল্লাহ হাদীসটি সহীহ। (তালখীসুল হাবীর-১/৯৩, দারুল কুতুব প্রকাশনী-১/২৮৮,মুআসসা কুরতুবিয়্যাহ প্রকাশনী-১/১৬৩)
স্বয়ং ইবনে উমর রাযি.ও অনুরূপ আমল করতেন।
عَنِ ابْنِ عُمَرَ أَنَّهُ كَانَ إِذَا مَسَحَ رَأْسَهُ مَسَحَ قَفَاهُ مَعَ رَأْسِهِ
ইবনে উমর রাযি. থেকে বর্ণিত, তিনি যখনি মাথা মাসেহ করতেন, তখন মাথার সাথে ঘাড়ও মাসাহ করতেন। (সুনানুল কুবরা লিলবায়হাকী ২৭৯)
অনুরূপভাবে অপর তালহা তিনি তার পিতা, তিনি তার দাদার সূত্রে বর্ণনা করেন, তিনি বলেছেন,
رَأَيْتُ النَّبِيَّ ﷺ تَوَضَّأَ فَمَسَحَ رَأْسَهُ هَكَذَا، وَأَمَرَّ حَفْصٌ بِيَدَيْهِ عَلَى رَأْسِهِ حَتَّى مَسَحَ قَفَاهُ
আমি নবীজী ﷺ -কে দেখেছি, তিনি অজু করছেন। তখন তিনি এভাবে মাথা মাসেহ করেছেন। উভয় হাতকে জমা করে পাস কাটিয়ে তা দিয়ে ঘাড় মাসেহ করতেন। (মুসান্নাফ ইবনে আবী শাইবা ১৫০)
প্রকাশ থাকে যে, যেহেতু এটি একটি মুসতাহাব আমল, তাই এ নিয়ে বাড়াবাড়ি না করাটাই কাম্য।

والله اعلم بالصواب

শাইখ উমায়ের কোব্বাদী সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন