আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

গাঁজা সেবন করা কি হারাম?

প্রশ্নঃ ২৫৫৪৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, গাঁজা খাওয়া কি হারাম?

২১ নভেম্বর, ২০২২
Dagari

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


গাঁজা সেবন করা হারাম। কেননা, যে দ্রব্যই মানুষের বিবেক-বুদ্ধি আচ্ছন্ন করে, অনুভূতি ও বিচার-বুদ্ধি, বোধশক্তি ও সিদ্ধান্ত গ্রহণ শক্তি হরণ বা কোন রূপ প্রভাবিত করে, তাই খামর বা মাদকদ্রব্য নামে অভিহিত। আল্লাহ ও তাঁর রাসূল ﷺ সে জিনিসকেই চিরদিনের তরে হারাম করেছেন। আর বলা বাহুল্য যে, গাঁজা, আফিম, কোকেন, প্রভৃতি এই পর্যায়েরই জিনিস।
এর দলিল হল, উমর রাযি. মিম্বরে দাঁড়িয়ে ভাষণ দানকালে কুরআনে ব্যবহৃত خمر শব্দের তাৎপর্য বোঝাতে গিয়ে বলেন,
والخمرُ ما خامَرَ العقلَ
আর যা মানুষের বিবেকবুদ্ধি বিলোপ করে দেয়, তা-ই মদ। (সহিহ মুসলিম ৩০৩২)

والله اعلم بالصواب

শাইখ উমায়ের কোব্বাদী সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন