আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

পরীক্ষায় নকল করে পাশ করার পর চাকুরী করলে বেতন কি হারাম হবে?

প্রশ্নঃ ২৫১৮৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি জানতে চাচ্ছি যে, কোন একজন পরীক্ষায় কিছু কিছু অংশে নকল করে লিখেছে। এখন এই সার্টিফেকেটে চাকরি পেলে কি সেই চাকুরির টাকা হালাল হবে!? দয়া করে রেফারেন্স দিবেন না।

২১ নভেম্বর, ২০২২
৪F৭P+WV৩

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


যদি কেউ নকল পরীক্ষায় পাশ করে তাহলে নিঃসন্দেহে এটা গুনাহর কাজ হয়েছে। সুতরাং তার উচিত তাওবা করে নেওয়া।
হাদীসে এসেছে ,
عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ –ﷺ – قَالَ مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلاَحَ فَلَيْسَ مِنَّا وَمَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا
আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূল ﷺ ইরশাদ করেছেন, যে আমার উম্মতের উপর অস্ত্র উঁচু করে সে আমার উম্মতভূক্ত নয়, আর যে আমাদের সাথে ধোঁকাবাজী করে, সেও আমার উম্মতভূক্ত নয়। (সহীহ মুসলিম ২৯৪)
তবে ওই ব্যক্তি যদি তার উপর অর্পিত দায়িত্ব পালনের যোগ্যতা রাখেন এবং সে ওইসব দায়িত্ব ঠিকঠিক পালন করেন তাহলে তার বেতন হারাম হবে না। কেননা তা তার পরিশ্রমলব্ধ আয়। (কিতাবুন নাওয়াজেল ১২/৫১৪, আহসানুল ফাতওয়া ৮/১৯৮)

والله اعلم بالصواب

শাইখ উমায়ের কোব্বাদী সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন