আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

মেয়েদের মুখের লোম উঠিয়ে ফেলা যাবে কি?

প্রশ্নঃ ২৫০১৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্নটি হলো মেয়েরা মুখ সুন্দর করার জন্য waxcing এর মাধ্যমে মুখের লোম উঠায় এই কাজটি হারাম না হালাল?

১০ নভেম্বর, ২০২২
ফরিদপুর

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


স্বাভাবিক অবস্থায় নারীদের চেহারার পশম উঠিয়ে ফেলা জায়েয নয়। তবে তাদের চেহারার অতিরিক্ত লোম, যেগুলো দেখতে অস্বাভাবিক ও দৃষ্টিকটু লাগে সেগুলোর ক্ষেত্রে ওলামায়েকেরামের একটি বড় অংশের ফতোয়া হচ্ছে, সেটা তারা ইচ্ছে করলে উঠাতে পারবে।
যেমন, ইমাম আবু দাউদ রহ. বলেন,
وَالنَّامِصَةُ: الَّتِي تَنْقُشُ الْحَاجِبَ حَتَّى تُرِقَّهُ
'আন নামিসাহ' অর্থ যে নারী সরু করার জন্য ভ্রু উপড়িয়ে ফেলে। (এটা হারাম।)
আরব বিশ্বের সর্বোচ্চ ফতোয়া কমিটির ফতওয়া সংকলন ফাতাওয়াতুল লাজনাতিতদ্দায়িমা (৫/১৯৪, ১৯৫)-তে এসেছে,
لا حرج على المرأة في إزالة شعر الشارب والفخذين والساقين والذراعين وليس هذا من التنمص المنهي عنه
অর্থাৎ, অসুবিধা নেই, নারী তার ঠোঁটের উপরের, উরুর, পায়ের নলার এবং বাহুর লোম ফেলে দিতে পারবে। এগুলো নিষিদ্ধ তানাম্মুস (ভ্রু প্লাকিং) এর মধ্যে পড়ে না।

والله اعلم بالصواب

শাইখ উমায়ের কোব্বাদী সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন