মুসলিম বিবাহ

আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ২৪৯৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জনৈক ব্যক্তি এক ব্যবসায়ী থেকে ২ লক্ষ টাকার বিনিময়ে ১ হাজার গেঞ্জি চার মাস পর হস্তান্তর করার চুক্তিতে ক্রয় করেছে এবং বেচা-কেনার সময়ই তার মূল্য পরিশোধ করে দিয়েছে। কিন্তু মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বে তার টাকার প্রয়োজন হয়েছে। তাই সে অন্য ব্যবসায়ীর নিকট গেঞ্জিগুলো বিক্রি করতে চাচ্ছে। জানার বিষয় হল, এই বেচা-কেনা জায়েয হবে কি না? ,

১৩ অক্টোবর, ২০২০

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


না, ওই গেঞ্জিগুলো হস্তগত হওয়ার পূর্বে অন্য কারো কাছে বিক্রি করা জায়েয হবে না। এ ব্যাপারে সরাসরি হাদীসে নিষেধাজ্ঞা এসেছে।

হাকীম ইবনে হিযাম রা. বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল! আমি পণ্য ক্রয়-বিক্রয় করি। এর কোন পন্থাটি হালাল কোনটা হারাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি কোনো পণ্য ক্রয় করবে তখন তা হস্তগত হওয়ার পূর্বে অন্যত্র বিক্রয় করবে না। (মুসনাদে আহমদ, হাদীস : ১৫৩১৬)

হযরত উমর রা. বলেন, যখন তুমি বস্ত্ততে সালাম-চুক্তি করবে তখন তা হস্তগত হওয়ার আগে অন্যত্র বিক্রি করবে না। (মুসান্নাফ ইবনে আবী শাইবা ১১/৩২)


والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ মাসিক আলকাউসার

মন্তব্য ()

কোনো মন্তব্য নেই।

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

৯৮২৯৮

Dropshipping (ড্রপশিপিং) কি হালাল নাকি হারাম?


১৪ এপ্রিল, ২০২৫

Mymensingh

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতী নাঈম সিদ্দীকী বিন আব্দুস সাত্তার

৩০৩৩৫

দোকান ভাড়া নিয়ে অন্যের কাছে ভাড়া দেওয়ার বিধান


২৯ অক্টোবর, ২০২৩

কালকিনি

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতি সাইদুজ্জামান কাসেমি

৫২৫২৪

শেয়ার ব্যবসায় সহযোগিতা করা


২৪ মে, ২০২৪

ঢাকা

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতী মুহাম্মদ যোবায়ের হাসান কাসেমী

৭১৯৮০

বিকাশের ক্যাশআউটের টাকা নিজে ভোগ করার বিধান


১৪ জুলাই, ২০২৫

ঢাকা

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতী সিরাজুল ইসলাম