আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

গাছপালা তরুলতা ফুল-ফল ইত্যাদি থেকে উৎপাদিত ওষুধ সেবন করা যাবে?

প্রশ্নঃ ২৪৯১৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ১. মুর্শিদাবাদ থেকে আমার প্রশ্ন হলো যে গাছের পাতা ও জড় শিকড় ফুল দিয়ে কোনো রোগের ওষুধ হিসাবে সেবন করা যাবে কি?২. আমরা তিন ভাই ,ও আব্বু কাজ করেন বড়ো ভাই কারণ বশত আলাদা হয়ে গিয়েছে সাত বছর হলো , এখন আব্বু আর আমারা দুই ভাই এক পরিবার , আব্বু দুই বছর আগে একটি জায়গা বিক্রি করে ওই টাকাতে আরেকটি জায়গা কিনেছে এবং আব্বুর নামে করেছে ওই জায়গার ভাগ কী এখন বড়ো ভাইকে লাগবে? দয়া করে জানাবেন ?,

২৩ নভেম্বর, ২০২২

West Bengal ৭৪২২২৫

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


উদ্ভিদ যেমন, গাছপালা তরুলতা ফুল-ফল ইত্যাদি থেকে উৎপাদিত ওষুধ। এক্ষেত্রে কথা হল, উদ্ভিদ যদি নেশা সৃষ্টিকারী না হয় তাহলে তা থেকে উৎপাদিত সকল ওষুধও বৈধ। (ফাতহুল কাদীর-৮/১৬০)
রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
لِكُلِّ دَاءٍ دَوَاءٌ ، فَإِذَا أُصِيبَ دَوَاءُ الدَّاءِ بَرَأَ بِإِذْنِ اللَّهِ عَزَّ وَجَلَّ
প্রতিটি রোগের ঔষধ রয়েছে। সূতরাং রোগে যথাযথ ওষুধ প্রয়োগ করা হলে মহান ও মহিয়ান আল্লাহর হুকুমে রোগ নিরাময় হয়। (মুসলিম ২২০৪)
প্রিয় প্রশ্নকারী ভাই, নিয়ম হল, একসঙ্গে একাধিক প্রশ্ন না করা। কেননা, একাধিক প্রশ্ন করা হলে প্রশ্নোত্তরের শিরোনাম দেওয়া, ক্যাটাগরি ঠিক করা, পাঠক-বান্ধব না হওয়াসহ আরো বিভিন্ন জটিলতা তৈরি হয়। আপনার উত্তর দেরিতে দেওয়ার পেছনে এজাতীয় জটিলতাও অন্যতম কারণ। তাই আপনার দ্বিতীয় প্রশ্নটির উত্তর পেতে হলে নিয়ম মেনে পুনরায় প্রশ্ন করুন।
আমাদের সঙ্গে থাকার জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ শাইখ উমায়ের কোব্বাদী
সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর
খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

মন্তব্য ()

কোনো মন্তব্য নেই।

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

৫৭৩১৭

নেশামুক্ত অ্যালকোহল মিশ্রিত পারফিউম, বডি স্প্রে, আতর বা সুগন্ধি ব্যবহার করার মাস'আলা


১১ মে, ২০২৪

ঢাকা

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতী শাহাদাত হুসাইন ফরায়েজী

৬৭৩১০

কম্পিউটারে কার্টুন তৈরি করা এবং এর মাধ্যমে উপার্জন করা


১৭ নভেম্বর, ২০২৪

৯৩৭২+৭MV

question and answer icon

উত্তর দিয়েছেনঃ ইসহাক মাহমুদ

৯০৩৯৭

সৌন্দর্য বৃদ্ধির জন্য সার্জারী করে স্তন করা ছোট করা যাবে কি?


২৩ ফেব্রুয়ারী, ২০২৫

ON M৩C ১A২

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতী শাহাদাত হুসাইন ফরায়েজী

৮৭২৭৪

আনসার বাহিনীতে চাকুরিরত ব্যক্তির জন্য বিশেষ লোন নেওয়া কি জায়েয?


২১ ফেব্রুয়ারী, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতী নাঈম সিদ্দীকী বিন আব্দুস সাত্তার

Logoমুসলিম বাংলা
play storeapp store
TopOfStack Software © 2025 All rights reserved. Privacy Policy